U19 World Cup: ফাইনালেও ভারতকে হারিয়ে ট্রফি জিতল অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচে (U19 World Cup) হারের মুখ দেখতে হল ভারতকে। টিম ইন্ডিয়ার ওপেনার আদর্শ সিং (৪৭) ছাড়া ভারতের…

Australia Clinches U19 World Cup Title, Defeats India in Final

দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচে (U19 World Cup) হারের মুখ দেখতে হল ভারতকে। টিম ইন্ডিয়ার ওপেনার আদর্শ সিং (৪৭) ছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যানই ক্রিজে থাকতে পারেননি। মুশির খান, উদয় সাহারান ও শচীন ধাস খারাপ শট খেলে প্যাভিলিয়নে ফিরেছেন।

Advertisements

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ২৫৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার যুব দল। জবাবে ভারত মাত্র ১৭৪ রান করে হেরে যায় ফাইনালে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হেরে যায় ভারত।

Advertisements

২০১২ সালে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। যেখানে ভারতীয় দল ফাইনালে ক্যাঙ্গারুদের পরাজিত করে শিরোপা জিতেছিল। এরপর ২০১৮ সালে আবারও শিরোপা লড়াইয়ে দেখা গেল ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। কিন্তু এবারও ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। এবার অস্ট্রেলিয়া ফাইনালে ভারতকে পরাজিত করে আগের দুটি পরাজয়ের প্রতিশোধ নিল।

এই নিয়ে তৃতীয়বার কোনও বড় ইভেন্টে অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখল ভারতীয় দল। এর আগে ২০২৩ সালের জুনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনাল ভারতীয় সিনিয়র দল এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা হয়েছিল। সেখানেও ভারতকে হারের মুখ দেখতে হয়েছিল। এর পরে, একই বছরের নভেম্বরে ২০২৩ সালের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে ভারতকে পরাজিত করে।

ফাইনালের আগে এই টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি ভারত। অধিনায়ক উদয় সাহারান, মুশির খান, শচীন ধাস পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন। এদিকে রাজ লিম্বানি, সৌম্য পান্ডে ও নমন তিওয়ারির বলের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেননি কোনো ব্যাটসম্যান। কিন্তু অস্ট্রেলিয়ার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা।