Attack on Israel: অনিরাপদ ইজরায়েল, উয়েফার ম্যাচ বাতিল

ইজরায়েলের অভ্যন্তরে ভয়াবহ পরিস্থিতি চলছে। চরম সেনা সুরক্ষিত থাকার যে নির্ভাবনা থাকত সাধারণ ইজরায়েলিদের সেটি শনিবার থেকে আর নেই। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস যেভাহে গাজা ভূখণ্ড থেকে সুরক্ষা বলয় ভেঙে রকেট ও জমিতে হামলা  (Attack on Israel) করেছে তার জেরে পুরো ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠছে। বিখ্যাত গোয়েন্দা বিভাগ যে ব্যর্থ তা স্বীকার করেছে ইজরায়েল সরকার। এই পরিস্থিতিতে ইজরায়েল ছেড়ে পালাচ্ছেন সে দেশবাসী। হামলায় হাজারের বেশি নিহত। রক্তাক্ত ইজরায়েল। সব খতিয়ে দেখে উয়েফা বাতিল করল ম্যাচ।

আগামী দুই সপ্তাহের জন্য ইজরায়েলে সব ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। উয়েফা তাদের এক্সে লিখেছে, নতুন তারিখ যথাসময়ে নিশ্চিত করা হবে।সোমবার তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে ২০২৪ ইউরো বাছাই পর্বে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইজরায়েলের। উয়েফা জানিয়েছে, সংঘর্ষের পরিস্থিতিতে ম্যাচটি স্থগিত।

   

উয়েফা জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর ইউরো বাছাই পর্বে প্রিস্টিনায় কসোভোর মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইজরায়েলের। সেই ম্যাচটি নির্ধারিত সূচিতে আয়োজন করার জন্য সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা। ইজরায়েলের অভ্যন্তরে মৃত্যুর মিছিল চলছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহতের সংখ্যা ১ হাজার অধিক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন