এটিকে’র নাম মোহনবাগানের (ATKMB) সাথে যুক্ত হওয়ার পর থেকে অনেকের সেটি পছন্দ হয়নি সেটা একপ্রকার স্পষ্ট। বিভিন্ন সময় ক্লাবের সমর্থক’রা এবিষয়ে আওয়াজ তুলেছে। এবার শোনা যাচ্ছে আগামী ২৯ শে জুলাই স্বয়ং মুখ্যমন্ত্রী’র উপস্থিতি’তে নাকি মোহনবাগানের আগের থেকে সরছে এটিকে।
দারুণ জল্পনা ইতিমধ্যে এবিষয়ে মোহনবাগানের সাথে কথা হয়েছে এটিকে’র কর্তাদের। স্বয়ং এটিকেম্বি’র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে কেউ মনে করছেন চুক্তির ক্ষেত্রে খানিকটা জটিলতা থাকায় বেশ কিছুটা সময় লাগতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ডুরান্ড কাপের সময় থেকে মোহনবাগান নামে মাঠে নামতে পারে মোহনবাগান দল।
যদিও মোহনবাগানের এবারের কলকাতা লিগে খেলা সম্ভব নয় বলে জানা গেছে, যদি খেলে তবে কলকাতা লিগে এটিকেএম্বি নামেই খেলতে নামবে তারা।তবে গোটা বিষয়টাই এখন জল্পনা, ক্লাবের কাছে জানতে চাওয়া হলে এবিষয়ে কিছু’ই স্পষ্ট করা হয়নি।