ইন্ডিয়ান সুপার লিগের মান নিয়ে কোনও প্রশ্ন না উঠলেও, প্রশ্ন উঠতে বাধ্য আইএসএলের রেফারির মান নিয়ে।বিভিন্ন সময় একাধিক দলের কর্মকর্তা, ফুটবলার এবং কোচকে আমরা দেখেছি এবিষয় প্রশ্ন তুলতে। গোটা ম্যাচ পরিচালনা করার গুরু দায়িত্ব দেওয়া হয় একজন রেফারি’কে।
তিনি নিজেই যদি সেই কাজটা ঠিকঠাক ভাবে সামাল দিতে না পারেন তখন ভুগতে হয় দল গুলোকে। চলতি ইন্ডিয়ান সুপার লিগের আসরেও বিভিন্ন ম্যাচে রেফারিদের করা ভুল গুলো ভীষণ চোখে পড়েছে। এই নিয়ে বহু প্রতিবাদ হয়েছে, এবার সেই তালিকায় ঢুকেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
সদ্য ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিলো এটিকে মোহনবাগান। সেই ম্যাচের রেফারি ছিলেন তেজেশ নাগবেনকার।ম্যাচে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুম্বাই সিটি এফসির আহমেদ ঝাউকে একটি রেডকার্ড নিশ্চিত দেখাননি তিনি। দুটো ন্যায্য পেনাল্টি দেননি তিনি এটিকে মোহনবাগানকে।
এবার এবিষয় অভিযোগ জানিয়ে আইএসএল পরিচালন সমিতিকে অভিযোগ জানিয়েছেন সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।ফেডারেশনের কাছে মেইল করে এবিষয় জানিয়েছেন তারা।এখন দেখার বিষয় হলো ওই ম্যাচের রেফারির বিরুদ্ধে টিম ম্যানেজমেন্ট কোনও ব্যবস্থা নেই কিনা।