হুমকি দিলেও ATK Mohun Bagan কলকাতা লিগে খেলবে, আশাবাদী আইএফএ সচিব

ATK Mohun Bagan chances of playing in the Calcutta Football League are still uncertain

বকেয়া টাকা না মেটালে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান (ATK Mohun Bagan), এমনই হুমকি দিয়েছেন বাগান সচিব দেবাশিস দত্ত। এই হুমকির পরেই কলকাতা লিগে ডার্বি দেখা যাবে কিনা বা কলকাতা লিগে মোহনবাগান খেলবে কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। যদিও মোহনবাগানের খেলা নিয়ে কোন সমস্যা হবে না বলে মনে করছেন

Advertisements

আইএফএ সচিব অনির্বাণ দত্ত।কলকাতা লিগে বাগানের খেলা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে আইএফএ সচিব বলেন, ‘ আমি ভীষণ আশাবাদী। মোহনবাগান কলকাতা লিগে খেলবে ।ওরা দশ দিন সময় দিয়েছে। ওদের খেলার ইচ্ছা আছে বলেই নিশ্চয়ই ১০ দিন সময় দিয়েছে। যদি ইচ্ছা না থাকতো তাহলে পষ্ট বলে দিত আমরা কলকাতা লিগে খেলব না।ওরাও চাইছে কলকাতা লিগে খেলতে, আমরাও চাইছি কলকাতা লিগে মোহনবাগান খেলুক। এই ব্যাপারটাই ইতিবাচক । আমার মনে হয় সমস্যা মিটে যাবে। আমরা দ্রুত সমস্যা মিটানোর চেষ্টা করছি।’

   

একইসঙ্গে অনির্বাণ বলেন, ‘আমরা সব সময় ক্লাবের সহযোগিতা করার চেষ্টা করি। কোন ক্লাবের অসুবিধা হতেই পারে। আমাদের কাজই হল ক্লাবগুলোর সঙ্গে সহযোগিতা করে চলা। মোহনবাগানের বকেয়া টাকা পাওনা রয়েছে।

আমরাও চেষ্টা করছি যতটা সম্ভব সমস্যা মেটানোর। আশা করি কলকাতা লিগে মোহনবাগানের খেলা দেখতে পাবেন সমর্থকরা। সমস্যা মিটে যাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements