HomeSports Newsআগামী মরশুমে গোলের খরা কাটাতে এই তারকা ফুটবলারকে নিতে চায় ATK Mohun...

আগামী মরশুমে গোলের খরা কাটাতে এই তারকা ফুটবলারকে নিতে চায় ATK Mohun Bagan

- Advertisement -

চলতি ইন্ডিয়ান সুপার লিগ একেবারে শেষের পথে। ইতিমধ্যে অধিকাংশ দলগুলো আগামী মরশুমের জন্যে দল গোছানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন। এবারের মরশুমে প্রচুর টাকা খরচ করে একটা ভালো দল গড়লেও তেমন একটা পারফরম্যান্স দিতে পারেনি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এর অন‍্যতম কারণ দলে একটা স্ট্রাইকারের অভাব। তাই পরের মরশুমে লিগ শিল্ড জেতার পাশাপাশি দলকে চ‍্যাম্পিয়ন করার লক্ষ‍্যে বদ্ধপরিকর এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

আমরা সকলেই জানি চলতি মরশুম শুরুর আগের থেকেই ভারতের সুপার সাব ইশান পান্ডিতাকে দলে নেওয়ার লক্ষ‍্যে ছিলো এটিকে মোহনবাগান দল। এবার একটা সময় অবধি ইশানের সাথে প্রায় চুক্তি পাকা হয়ে গেছিলো ইশানের। কিন্তু শেষ মুহূর্তে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। এখন শোনা যাচ্ছে আগামী মরশুমের জন্যে ইশানকে পেতে ইশানের এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

   

চলতি মরশুমে ইশান পান্ডিতার এটিকে মোহনবাগানে না আসার অন‍্যতম কারণ ছিলো জামশেদপুর এফসি তাকে ছাড়তে চাইনি। তবে আগামী মরশুমের আগেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইশানের জামশেদপুরের সাথে,তাই তার আর এটিকে মোহনবাগানে যোগদান করার ব‍্যাপারে কোনও বাধা থাকবে না।সূত্রের মারফত জানা গেছে ইশান তার বর্তমান ক্লাবের সাথে চুক্তি দীর্ঘায়িত করছেনা। ফলে তার এটিকে মোহনবাগানে আগামী মরশুমে যোগদান করার সম্ভাবনা প্রবল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular