কোনও ভারতীয় ফুটবলারকে দলে নেবো না: বসুন্ধরা কোচ || উত্তরে কোলাসোর হ্যাটট্রিক

ম্যাচে নামার আগে এটিকে মোহন বাগানকে (ATK Mohun Bagan) হালকাভাবে নিয়েছিলেন বসুন্ধরা কিংসের (Basundhara Kings) কোচ। বলেছিলেন, ‘কোনো দিন কোনও ভারতীয় ফুটবলারকে দলে নেবো না।’ ম্যাচে কী হয়েছে ফুটবল প্রেমীরা ইতিমধ্যে জানেন। এভাবেও উত্তর দেওয়া যায়।

শনিবারের ম্যাচের আগে বসুন্ধরা কোচ অস্কার ব্রুজন বলেছিলেন, ‘আন্তজার্তিক ফুটবলে বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে ভারত। কিন্তু ব্যক্তিগতভাবে বাংলাদেশের কোনো ক্লাবে আমি ভারতীয় ফুটবলার চাইবো না। বাংলাদেশের স্থানীয় ফুটবলারের পরিবর্তে ভারতীয় ফুটবলারকে নেওয়ার প্রশ্নই ওঠে না।’

   

এছাড়াও এটিকে মোহন বাগানকে নিয়ে কিছু সমালোচনাও তিনি করেছিলেন। গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের বিরুদ্ধে হেরে গিয়েছিল বাগান। বসুন্ধরা কোচ হয়তো ভেবেছিলেন মনস্তাত্ত্বিক লড়াইয়ের পর সবুজ মেরুন একাদশকে আরও দমিয়ে রাখা যাবে। কিন্তু হল ঠিক তার উল্টো। কালবৈশাখীর মতোই বসুন্ধরা কিংস শিবিরে আছড়ে পড়ল এটিকে মোহন বাগানের দাপুটে পারফরম্যান্স।

ঝড়-ঝাপটা কাটিয়ে যুবভারতী যখন ম্যাচ শুরু হয়েছিল তখনও হচ্ছিল বৃষ্টি। আকাশে বিদ্যুতের ঝলকানি। কিছুক্ষণ পর লিস্টন কোলাসো ম্যাজিক। বিরতির আগে ২৪ এবং ৩৩ মিনিটে করলেন দু’টি গোল। অপরটি ৫৩ মিনিটে। পরিবর্ত হিসেবে নেমে একটি গোল ডেভিড উইলিয়ামসের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন