Sunday, December 7, 2025
HomeSports NewsATK Mohun Bagan : আশিক কুরুনিয়ানকে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাগান

ATK Mohun Bagan : আশিক কুরুনিয়ানকে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাগান

- Advertisement -

আশিক কুরুনিয়ানকে দলে নেওয়ার দৌড়ে এখনও রয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বলা ভালো, দৌড়ে ভালোরকম রয়েছে তারা। বেঙ্গালুরু এফসির এই তারকাকে নেওয়ার দৌড়ে সবুজ মেরুন অনেকটা এগিয়েছে বলে অনুমান।

এখনও পর্যন্ত যা আপডেট তাতে এটিকে মোহন বাগান এবং বেঙ্গালুরু দুই দলই উদীয়মান এই ফুটবলারকে দলে নিতে চাইছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও দলবদলের এই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। আশিক কোন ক্লাবকে বেছে নেবেন এখন সেটাই দেখার।

   

ভারতীয় ফুটবলে ধুমকেতুর মতো উত্থান হয়েছিল আশিক কুরুনিয়ানের। যুব কেরিয়ার শুরু হয়েছিল পুনে সিটির হয়ে। খাতায় কলমে ২০১৭ সালে পুনে সিটির সিনিয়র দলের হয়ে খেলা শুরু করেছিলেন। তারও আগে স্পেনের ভিলেরিয়েল সি দলে গিয়েছিলেন লোনে। সেখানে অবশ্য কোনো ম্যাচে মাঠে নামেননি তিনি।

ভারতে অল্প দিনেই নিজের জাত চিনিয়েছিলেন কেরালার এই ফুটবলার। ২০১৯ সালে বেঙ্গালুরু এফসিতে সই। তিরিশের বেশি ম্যাচ খেলেছেন। করেছেন একাধিক গোল। উইঙ্গ বরাবর খেলতে বেশি পছন্দ করেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular