HomeSports NewsATK Mohun Bagan : পালতোলা নৌকায় বড় মাছ উঠতে পারে

ATK Mohun Bagan : পালতোলা নৌকায় বড় মাছ উঠতে পারে

- Advertisement -

দলবদলের বাজারে প্রচারের আলোকের কিছুটা বাইরে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। তবে ভিতরে ভিতরে কাজ চলছে সবুজ মেরুন তাঁবুর অন্দরে।

শোনা যাচ্ছে, কেরল ব্লাস্টার্সে খেলা তরুণ মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহী বাগান। এবারে শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে একাধিক ভারতীয় ফুটবলার নজর কেড়েছেন। তার মধ্যে ভিনসি ব্যারেটো অন্যতম। মাঝমাঠের এই খেলোয়াড় উইং বরাবর প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করার বিষয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন।

   

বাইশ বছর বয়সী ভিনসি কেরলের হয়ে খেলেছেন সতেরোটি ম্যাচ। দু’টি গোল রয়েছেন তাঁর নামের পাশে।

ডেম্পর হাত ধরে শুরু যুব কেরিয়ার। খেলেছেন গোয়া বি দলের হয়ে। ২০২০-২১ মরশুমে গোকুলাম কেরলের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ। তেরো ম্যাচ খেলেছিলেন দক্ষিণ ভারতের এই দলটির হয়ে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular