বছরের শুরুতে সমর্থকদের উদ্বেগ দুর করতে এই সিদ্ধান্ত নিল এটিকে মোহনবাগান

ইন্ডিয়ান সুপার লিগের মরশুম শুরুর আগে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবাকে দলে নিয়ে চমকে দিয়েছিলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)

Good news for ATK Mohun Bagan fans

চলতি ইন্ডিয়ান সুপার লিগের মরশুম শুরুর আগে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবাকে দলে নিয়ে চমকে দিয়েছিলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কিন্তু যে পাহাড় প্রমাণ প্রত‍্যাশা নিয়ে পল পোগবাকে নিয়ে আসা হয়েছিল তার বিন্দুমাত্র পূরণ করতে পারেননি তিনি।

নামের পাশে পোগবা থাকলেও,সেই নামের প্রতি সুবিচার করতে পারেননি ফ্লোরেন্টিন। ফুটবল খেলে তো আর ময়দানের সমর্থকদের মনোরঞ্জন দিতে পারেননি, তাই বেশ কিছু নাচের স্টেপে সমর্থকদের মন জয়ের চেষ্টা করেছিল এই ফুটবলার।কিন্তু যে কারণে পোগবাকে এদেশে আনা,যার জন্যে পাহাড় প্রমাণ টাকা খরচ করা,সেই প্রত‍্যাশা মাফিক ফুটবলটা তিনি না খেলায়,তাকে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে দিলো এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পোগবার বদলে স্লাভকো ডানজানোভিচকে দলের রক্ষণ ভাগ সামলাতে নিয়ে এসেছেন এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।অবশ্য পোগবাকে দেশে ফিরিয়ে দেওয়া হলেও, তার নাম জ্বলজ্বল করছিলো এটিকে মোহনবাগানের ইন্ডিয়ান সুপার লিগের স্কোয়াডে।তাই সবুজ মেরুন সমর্থকদের মনে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরী হয়েছিল।আদৌও কি পোগবাকে বাদ দিয়েছে এটিকে মোহনবাগান ? এমন প্রশ্ন তোলা শুরু করেছিলো তারা।

তবে জুয়ান ফেরান্দোর দল,এবার সেই তৈরী হওয়া জটিলতার সমাধান করলো।ক্লাবের আইএসএলের স্কোয়াড থেকে ফ্লোরেন্টিন পোগবার নাম সরিয়ে সেখানে স্লাভকোর নাম নথিভুক্ত করলো তারা।এরপর ভবিষ্যতে ফ্লোরেন্টিন পোগবাকে আর ইন্ডিয়ান সুপার লিগে খেলতে দেখার কোনও সম্ভাবনা নেই বললেই চলে।