ATK Mohun Bagan: জামশেদপুরের বিরুদ্ধে খেলতে পারবেন না এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার

hugo-bumos_ashik-kuruniyan

বৃহস্পতিবার জামশেদপুর এফসির (Jamshedpur FC) ঘরের মাঠে মাস্ট উইন ম‍্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দলের বর্তমান যা পরিস্থিতি তাতে চার ম‍্যাচের মধ্যে চারটিতেই জিততে হবে এটিকে মোহনবাগানের নাহলে দলের কোচের পদে জুয়ান ফেরান্দোর টিকে থাকা মুস্কিল হয়ে পড়বে।

শেষ ম‍্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হেরেছিল এটিকে মোহনবাগান। দলে একটা দূর্বলতা ভীষণ স্পষ্ট, একটা প্রকৃত গোল করার লোকের ভীষণ অভাব বোধ দেখা গেছে। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচে এটিকে মোহনবাগানের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার বাদ পড়তে চলেছেন।

   

এই দুই ফুটবলারদের মধ্যে একজন উইংগার আশিক কুরুনিয়ান। সরাসরি লাল কার্ড দেখায় আপাতত দুই ম‍্যাচ সাসপেন্ড হয়েছেন আশিক করুনিয়ান। পরবর্তী সময়ে আরও ম‍্যাচের জন্যে তার সাসপেন্ড হওয়ার আশঙ্কা প্রবল। নিঃসন্দেহে আশিকের না খেলাটা ভীষণ চাপে ফেলতে পারে এটিকে মোহনবাগানকে।

তালিকায় দ্বিতীয় ফুটবলার হলেন হুগো বুমোস। ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কোচ জুয়ান ফেরান্দোর সাথে উপস্থিত ছিলেন বুমোস।সাংবাদিক সম্মেলনে থাকলেও অনুশীলনে দেখা যায়নি তাকে। শোনা যাচ্ছে হুগো বুমোসের চোট রয়েছে, তাই জামশেদপুর এফসির বিরুদ্ধে ম‍্যাচে তার খেলার সম্ভাবনা খানিকটা কম। আর যদি খেলেও বা তাহলে তাকে বেশি সময়ের জন্যে খেলানোর ঝুঁকি নেবে না এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। কারণ এরপর প্লে অফের ম‍্যাচে হুগো বুমোসের খেলাটা ভীষণ গুরুত্বপূর্ণ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন