ATK Mohun Bagan : নিজের ভাবনার জালেই কি আটকে যাচ্ছেন হুয়ান?

ATK Mohun Bagan tactics again city AFC Cup

এই পরাজয় অনেকের কাছে অপ্রত্যাশিত। কুয়ালামপুর সিটির বিরুদ্ধে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) বড় ব্যবধানে পরাজিত। দুই বিদেশি ডিফেন্ডারকে প্রথম একাদশে নামিয়েও হয়নি শেষ রক্ষা। বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডোর নিজের পরিকল্পনা কি জট পাকাচ্ছে?

ম্যাচের রাশ শুরু থেকে এটিকে মোহন বাগান নিজেদের হাতে রাখতে চেয়েছিল। বিরতি পর্যন্ত বাগানের দখলে ৮০ শতাংশেরও বেশি বল পজিশন ছিল। আক্রমণও বেশি। অন্য দিকে কুড়ি শতাংশেরও কম বল পজিশন নিয়ে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেছিল সিটি।

   

ফ্লোরেন্টিন পোগবা এবং ব্র্যান্ডন হামিলকে প্রথম একাদশে রেখে শুরু করেছিল এটিকে মোহন বাগান। পরে হামিলকে তুলে নিয়েছিলেন কোচ। কার্ড সমস্যায় মাঝমাঠে ছিলেন না হুগো বুমোস। শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে স্কোয়াডের অন্যানুদের থেকে তুলনামূলক কম দিন অনুশীলন করেছিলেন হামিল।

বলের দখল নিজেদের কাছে রাখলেও আক্রমণভাগে বিদেশি ফুটবলার পরিকল্পনা অনুযায়ী পাননি হুয়ান। হুগো মাঠের বাইরে, দলের সঙ্গে কিছু দিন আগে যোগ দিয়েছেন দিমি। কার্ল ম্যাকহিউ মূলত মাঝমাঠের একটু তলা থেকে খেলেন। তাঁর একটু ওপরে খেলতে পছন্দ করেন জনি কাউকো।

কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে পরাজয়ের ফলে সমালোচিত হতে পারে এটিকে মোহন বাগান। প্রতিপক্ষের তুলনায় খাতায় কলমে এগিয়ে থাকা সত্বেও হারতে হয়েছে। আবার উল্টো দিকে এ যুক্তিও থাকতে পারে, পূর্ণ শক্তির দল হাতে না পাওয়া পর্যন্ত হয়তো বিস্তারিত আলোচনা সম্ভব নয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন