সমস্ত জল্পনার অবসান ঘটল৷ জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো শুরু আগেই বর্ষশেষে আট ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan )৷ তারমধ্যে একজন বিদেশি এবং সাত ভারতীয় ফুটবলার রয়েছে৷ স্বাভাবিকভাবেই বছর শুরু আগেই নিজেদের শক্তি বাড়াল সবুজ-মেরুন শিবির৷
ক্লাব সুত্রে খবর, শনিবার উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার ফেডেরিকো গ্যালেগো ও ভারতীয় মিডফিল্ডার পুইতিয়াকে সই করায় এটিকে মোহনবাগান। এই দুই ফুটবলার ছাড়াও যুবদলকে শক্তিশালী করতে ইন্ডিয়ান অ্যারোজ থেকে ছয়জন তরুণ ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান। এই ছয় ফুটবলার আগে ভারতের হয়ে অনুর্ধ্ব ২০ এএফসি কাপ খেলেছেন।
এই ফুটবলার হলেন, রাইট ব্যাক প্রীতম মিতাই, লেফট ব্যাক আমনদীপ সিংহ, গোলকিপার সৈয়দ জাইদ, মিডফিল্ডার শিবাজিত সিং, উইঙ্গার টাইসন সিং ও ফরোয়ার্ড সুহাল ভাট।
ছুটি কাটিয়ে আগামী ৫ জানুয়ারি মোহনবাগান মাঠে অনুশীলন পুনরায় শুরু করবে এটিকে মোহনবাগান। আগামী ১৪ জানুয়ারি মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে সবুজ-মেরুণ ব্রিগেড।