মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ টা থেকে আইএসএলের ম্যাচে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) মুখোমুখি হতে চলেছে হায়দরাবাদ এফসির (Hyderabad FC)৷ হায়দরাবাদ এফসির ঘরের মাঠে খেলা হতে চলা এই ম্যাচের থেকে তিন পয়েন্ট তুলে নেওয়া খুব দরকারি এটিকে মোহনবাগানের।তাই স্বাভাবিক ভাবেই এই ম্যাচ থেকে জয় তুলে নিতে খানিকটা মরিয়া হয়ে থাকবে সবুজ মেরুন শিবির।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুভাশীষ বোস,কার্ল ম্যাঘিউ, হুগো বুমোস,আশিক কুরুনিয়ানরা খেলবেনা এটিকে মোহনবাগানের হয়ে।তাই ম্যাচে এটিকে মোহনবাগানের প্রথম একাদশে বিস্তর পরিবর্তন দেখা যেতে চলেছে।ম্যাচে কোন ফর্মেশনে দল সাজাতে পারে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো, আসুন দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য ফর্মেশন।
প্রথম সম্ভাব্য একাদশে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজানো হয়েছে।যেখানে গোলকিপার পজিশনে আছে বিশাল কাইথ।চার ডিফেন্ডার পজিশনে আছে আশীষ রাই,প্রীতম কোটাল,ব্রান্ডন হামিল এবং স্লাভকো থাকতে পারে।লেফট ব্যাকে শুভাশীষ না থাকায় স্লাভকোকে ব্যবহার করার সম্ভাবনা প্রবল।দুই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলবেন পুইতিয়া এবং গ্লেন।কারণ এই ম্যাচে খেলবেন না ম্যাঘিউ,দুই উইংয়ের একদিকে মনবীর সিং আর একদিকে লিস্টন কোলাসো অথবা কিয়ান নাসিরিকে খেলতে দেখা যাবে। প্লে মেকারের ভূমিকায় দেখা যাবে ফ্রেডরিকো গ্যালেগোকে।এবং স্ট্রাইকার পজিশনে থাকবে দিমিত্রি পেত্রাতোস।