ATK Mohun Bagan: কলকাতায় আসছেন তিরি, খেলতে পারেন সুপার কাপে

Tiri

সবুজ-মেরুন সমর্থকদের কাছে বিরাট সুখবর। কলকাতায় আসছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তারকা ফুটবলার তিরি। তিরি এই সবুজ মেরুন শিবিরের কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার সেটা এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের তার প্রতি ব‍্যবহারে স্পষ্ট, চোট পেয়ে গোটা মরশুমের জন‍্যে ছিটকে গেলেও তার চুক্তি বাতিল করেনি সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: André Villas-Boas: চেলসির প্রাক্তন কোচকে দলে পেতে মরিয়া এটিকে মোহনবাগান

   

অবশ্য তিরিও কতোটা ভালোবাসেন এটিকে মোহনবাগানকে যে তিনিও চুক্তি ভেঙে বেড়িয়ে যাননি। আপাতত আনরেজিস্টার্ড ফুটবলার হিসেবে দলের সাথে আছেন, খুব শীঘ্রই কলকাতায় এসে শুরু করবেন অনুশীলন। এবার দেখার বিষয় হলো সুপার কাপ থেকে তাকে দলের সাথে অন্তর্ভুক্তি করায় কিনা এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: ATK Mohun Bagan: জনি কাউকোর বদলে রিয়াল মাদ্রিদের স্প‍্যানিশ তারকাকে আনছে মোহনবাগান!

কারণ চোটের পর তিনি কতোটা পারফরম্যান্স দিতে পারেন সেটার উপর নির্ভর করছে তার এটিকে মোহনবাগানে ভবিষ্যৎ। কারণ এর আগে বহুবার দেখা গেছে যে চোট সারিয়ে আসার পর বেশ বড়ো মাপের ফুটবলাররাও তাদের দলের হয়ে সেই পরিচিত পারফরম্যান্স দিতে পারেননি‌। তাই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে তিরিকে দেখে নিতে চায় এটিকে মোহনবাগান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন