সদ্য মহামেডান’কে ২-১ গোলে হারিয়ে খুব দারুণ ভাবে প্রাক মরশুম শুরু করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে ওঠার পর কোচ জুয়ান ফেরান্দো ফুটবলার’দের ছুটিতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, তার কারণ তিনি চাইছিলেন মরশুম শুরু’র আগে গোটা শিবির’কে চনমনে পেতে।
এরপর ছুঁটি কাটিয়ে প্রস্ততি শুরু করার সাত দিন পর নৈহাটিতে এক গোলে পিছিয়ে থাকলেও পরে দারুণ ভাবে প্রত্যাবর্তন করে ম্যাচে জয়লাভ করে এটিকে মোহনবাগান।জোড়া গোল করেছিলেন জনি কাউকো।এই জয়ে একটা বিষয় স্পষ্ট, এখনও ছন্দে আছেই বাগান, আসলে পুরনো দলে খুব বিশেষ বদল নেই যে,এছাড়া নতুন যারা এসেছে তারা’ও খুব দ্রুত মানিয়ে নিয়েছে দলের সাথে।
জোরদার জারি অনুশীলন, আর তার’ই মাঝে আগামী ১০ আগষ্টের প্রস্তুতি সারছে দল।ওইদিন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন ক্লাবের নতুন তাঁবু এবং পরিকাঠামো উদ্বোধন করতে, শোনা যাচ্ছে সেই’দিন উপস্থিত থাকবেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা সঞ্জীব গোয়েঙ্কা।সূত্রের খবর অনুযায়ী ওইদিন মোহনবাগানের থেকে এটিকের নাম সরিয়ে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন তিনি।