ATK Mohun Bagan : ইস্টবেঙ্গলে ইভান গঞ্জালেজ! বাগানের পথে আরও এক ফুটবলার

juan ferrando

মঙ্গলবার পাওয়া গিয়েছে একের পর এক দল বদলের খবর। সাড়া ফেলে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। দুই বছরের চুক্তিতে ইভান গঞ্জালেজ নাকি লাল হলুদে! এটিকে মোহন বাগানও (ATK Mohun Bagan) পিছিয়ে নেই।

মঙ্গলবার সন্ধ্যায় এসসি ইস্টবেঙ্গলের ফুটবলার হামতেকে সই করানোর কথা ঘোষণা করেছিল এটিকে মোহন বাগান। দুই বছরের চুক্তিতে সবুজ মেরুন শিবিরে এই তরুণ ফুটবলার। হামতের সঙ্গে আরও এক উদীয়মান প্রতিভা গঙ্গা পারের তাঁবুতে প্রবেশ করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

   

আরও পড়ুন: East Bengal : সম্ভবত ইভান গঞ্জালেজকে নিশ্চিত করল ইস্টবেঙ্গল

সূত্রের খবর, হায়দরাবাদ এফসি থেকে হিতেশ শর্মাকে দলে নিতে চলেছে বাগান। ২৪ বছর বয়সী হিতেশ হায়দরাবাদের হয়ে বেশ ভালো খেলেছিলেন এ বছরের মরশুমে। ২০২০ থেকে হায়দরাবাদের দলটিতে ছিলেন তিনি।

হায়দরাবাদে যোগ দেওয়ার আগে কলকাতার ক্লাব এটিকেতে ছিলেন তিনি। লাল সাদা স্ট্রাইপ জার্সির সদস্য ছিলেন তিনটি মরশুম। ২০১৭-২০ পর্যন্ত ছিলেন এটিকেতে। মুম্বাইয়ের যুব দল থেকে উঠে আসা বছর চব্বিশের এই খেলোয়াড় মূলত মাঝমাঠে খেলতে পছন্দ করেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন