ATK Mohun Bagan: কিয়ান নাসিরিকে নিয়ে বাগানের চাঞ্চল্যকর পোস্ট

গত ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। ISL’র বিগত দু’মরসুমের ডার্বি ম্যাচ,আইলিগ…

kiyan nassiri

গত ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। ISL’র বিগত দু’মরসুমের ডার্বি ম্যাচ,আইলিগ এবং ডুরান্ড কাপ মিলিয়ে টানা ৬টা ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।

Advertisements

গত ISL ২০২১-২২ সেশনের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি খেলার শেষ ৩৬ মিনিটে মাঠে নেমে কার্যত ইস্টবেঙ্গল টিমের সঙ্গে ছেলেখেলা করে জয় এনে দেয় সবুজ মেরুন ব্রিগেডের হয়ে।

Advertisements

ATK মোহনবাগান ফুটবলার কিয়ান নাসিরির ওই অভিষেক ডার্বি ম্যাচে দলের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুধু জয় ছিনিয়ে আনে নি সঙ্গে হ্যাটট্রিক করেছিল। তাই আসন্ন ডার্বি ম্যাচের উত্তেজনার পারদকে আরও একটু চড়িয়ে দিতে মঙ্গলবার ATK মোহনবাগান গত ISL’র দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরির গোলের মুহুর্তগুলোকে ফের একবার সোশাল মিডিয়াতে পোস্ট করেছে। ওই সংক্ষিপ্ত সময়ের ভিডিও পোস্ট নিয়ে ভারতীয় ফুটবল সার্কিট জুড়ে জোর চর্চ্চা শুরু হয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, নিজের ফুটবল কেরিয়ারে প্রথম ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করে রাতারাতি নায়ক বনে যাওয়া কিয়ান নাসিরির পারফরম্যান্স দেখে গত ডার্বি ম্যাচে ATK মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল সামাজিক মাধ্যমে পোস্টের ক্যাপসনে লিখেছিলেন,”গত রাতে ছেলেদের সেরা পারফরম্যান্স। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট
যুবক @কিয়ান্নাসিরির কাছ থেকে কিছুই দূরে নেবেন না। দুর্দান্ত হ্যাটট্রিক এবং দুর্দান্ত পারফরম্যান্স।”

প্রসঙ্গত, ATK মোহনবাগান গত ISL টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ জেতে ৩-০ গোল,সঙ্গে গত ইন্ডিয়ান সুপার লিগ(ISL) মরসুমের দুই ডার্বি ম্যাচ জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড প্রথম লেগ ২-০ গোলে এবং দ্বিতীয় লেগে ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিপক্ষে।