ATK Mohun Bagan: ফাল্গুনে বাগানে বসন্ত আনলেন কৃষ্ণা

চোট কাটিয়ে উঠে ফের সুরেলা রয় কৃষ্ণা। ফাল্গুনের সন্ধ্যায় এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) অকাল বসন্ত আনলেন তিনি। চেন্নাইয়ানের বিরুদ্ধে করলেন গুরুত্বপূর্ণ গোল। তাঁর…

Roy Krishna

চোট কাটিয়ে উঠে ফের সুরেলা রয় কৃষ্ণা। ফাল্গুনের সন্ধ্যায় এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) অকাল বসন্ত আনলেন তিনি। চেন্নাইয়ানের বিরুদ্ধে করলেন গুরুত্বপূর্ণ গোল। তাঁর স্ট্রাইকে ফের আশায় বুক বাঁধলেন সবুজ মেরুন সমর্থকরা।

চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল রয় কৃষ্ণকে (Roy Krishna)। চোট কাটিয়ে মাঠে নামার পরেই দেখেছিলেন লাল কার্ড। গোলের সমানে পৌঁছেও ফিরে যেতে হয়েছিল সাজঘরে। স্কোর শিটে নাম তোলার জন্য অপেক্ষা করতে হয়েছিল আরও। চেন্নাইয়ানের বিরুদ্ধে এই ম্যাচ কার্যত ফাইনাল মেরিনার্সদের কাছে। জিততে পারলেই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালের জায় Roy Krishna গা।

Advertisements

এদিনের ম্যাচে অধিপতি নিয়ে খেলার চেষ্টা করেছিল বাগান। পাল্টা দিয়েছে চেন্নাইয়ান। সবুজ মেরুন ডিফেন্স একের পর এক আক্রমণ তুলে এনেছে তারা। তবে কাজের কাজটি করে গেলেন কৃষ্ণা। বিরতির ঠিক আগে এগিয়ে দিলেন দলকে। মার্সেলিনহোকে সরিয়ে আরও ওপরে উঠে এলেন আই লিগের সর্বকালের সবথেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায়। চতুর্থ স্থানে রয়েছেন তিনি।