ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স সিলভার ( Alex Silva) ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলার সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে। সূত্রে খবর, সিলভার সঙ্গে সবুজ মেরুন ব্রিগেডের কথাবার্তা অনেকটাই এগিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এই ট্রান্সফার নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে ATK মোহনবাগান।
ফ্লোরেন্টিন পোগবার হতাশাজনক পারফরম্যান্সের কারণে বীতশ্রদ্ধ টিম ম্যানেজমেন্ট।তাই পোগবার বিকল্প হিসেবে ফুটবলার খুঁজতে নেমে ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স সিলভা সেরা বিকল্প ফুটবলার হয়ে উঠতে পারে এমনটাই টিম ম্যানেজমেন্ট মনে করছে যা সূত্রে জানা গিয়েছে।
কোপা ডো ব্রাজিলে ভিলা নোভা এফসির হয়ে সিলভার ২ ম্যাচে এক গোলে সহায়তা রয়েছে।২৮ বছরের এই ব্রাজিলিয়ান ফুটবলার এখনও পর্যন্ত ব্রাজিলের বাইরে ফুটবল সার্কিটে পা রাখেনি।
আইএসএল লিগ টেবলে ATKমোহনবাগান এখন তিন নম্বরে।লিগ টপার হওয়ার হাতছানি ফের একবার সামনে। দলের ডিফেন্স নিয়ে খুব একটা খুশি নন সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দো। দলে ভুল ভ্রান্তি শুধরে উন্নতি করতে হবে এমনটাই মনে করেন স্প্যানিশ কোচ ফেরান্দো। তাই ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স সিলভাকে উড়িয়ে আনতে উঠেপড়ে লেগেছে ATKমোহনবাগান। সবকিছু ঠিকভাবে এগোলে সম্ভাবনা রয়েছে সিলভার সবুজ মেরুন জার্সি গায়ে খেলার।