HomeSports Newsতিরির বদলি হয়তো খোঁজা শুরু করে দিয়েছে ATK Mohun Bagan

তিরির বদলি হয়তো খোঁজা শুরু করে দিয়েছে ATK Mohun Bagan

- Advertisement -

গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে তিরি (Tiri)। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এমন সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) তিরিকে আর রাখবে কি না।

স্প্যানিশ ডিফেন্ডারের গুরুতর চোট সংবাদের পর থেকে জল্পনা শুরু হয়েছিল। আশঙ্কা করা হয়েছে তাঁর চোট সারতে হয়তো সাত আট মাস লাগতে পারে। এই অবস্থায় তিরির সার্ভিস পাবে না এটিকে মোহন বাগান। তাই তাঁর বদলি হয়তো আগামী মরশুমে দেখা যাবে।

   

এখনও পর্যন্ত যা খবর তাতে একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজ শুরু করে দিয়েছে এটিকে মোহন বাগান। স্পেনের কোনো ফুটবলারকেই সেন্ট্রাল ব্যাকে দেখা যাবে কি না সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।

বিদেশি ফুটবলার বাছাই করার পাশাপাশি এশিয়ান কোটার দিকেও খেয়াল রাখতে হচ্ছে এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্টকে। কারণ আগামী মরশুমে ডেভিড উইলিয়ামস ক্লাবে থাকছেন না। তিনি সম্ভবত মুম্বই সিটি ফুটবল ক্লাবে খেলবেন। ডেভিড এশিয়ান কোটার খেলোয়াড় ছিলেন। আগামী মরশুমে সবুজ মেরুন জার্সিতে কোন পজিশনে এশিয়ান ফুটবলারকে দেখা যাবে সে ব্যাপারেও আগ্রহ রয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular