ISL : হাইভোল্টেজ ডার্বি ম্যাচ নিয়ে চাঞ্চল্যকর টুইট পোস্ট ATK মোহনবাগানের

Kian Nasiri

শনিবার ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। মেরিনার্সরা চলতি টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ জেতে ৩-০ গোল,সঙ্গে গত ISL মরসুমের দুই ডার্বি ম্যাচ জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড প্রথম লেগ ২-০ গোলে এবং দ্বিতীয় লেগে ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিপক্ষে।

Advertisements

এরই পাশাপাশি ২০২০ সালের ১৯ জানুয়ারি আই লিগ টুর্নামেন্টে ডার্বি ম্যাচ জেতে মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-১ গোল । টানা ৫ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন, যা ভারতীয় ফুটবলে ইতিহাস সঙ্গে ISL টুর্নামেন্টে টানা চার ডার্বি ম্যাচ জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে ATK মোহনবাগান।

   

আর এমন আবহে ATK মোহনবাগানের সোমবারের টুইট পোস্ট ভারতীয় ফুটবল মহল জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই চাঞ্চল্যকর টুইট পোস্ট হল,”হিরো আইএসএলে ৪টি ডার্বি, ৪টি জয়, ১১টি গোল ✅

চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান
চিরকাল মাঠ কাঁপিয়ে খেলবে মোহনবাগান 🔥💚♥️।”

ঐতিহাসিক মাইলস্টোন নিয়ে ATK মোহনবাগানের সৌজন্যে কিয়ান নাসিরির প্রথম ডার্বি ম্যাচে সবুজ মেরুন জার্সি গায়ে নেমে হ্যাটট্রিক লাল হলুদ ব্রিগেডের বিপক্ষে। হেডস্যার হুয়ান ফেরান্দোর আস্থাকে মর্যাদা দিয়ে “হ্যাটট্রিক বয়” সঙ্গে ভারতীয় ফুটবলের উদীয়মান নক্ষত্র হয়ে উঠলেন এক লহমায় কিয়ান নাসিরি।

Advertisements

৬১ মিনিটে দীপক টাংড়ির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ৬৪ মিনিটে ATK মোহনবাগানের হয়ে প্রথম গোল।
তাও কখন, টিম যখন এক গোলে পিছিয়ে, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের থেকে। ম্যাচের ৫৬ মিনিটে আন্তোনিও পেরোসেভিচের কর্ণার থেকে ড্যারেন সিডোলের গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড, পিছিয়ে পড়ে মেরিনার্স ক্যাম্প।

হুয়ান ফেরান্দো রয় কৃষ্ণকে প্রথম একাদশে রাখে নি ISL’র দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে। মাঠেও নামায় নি ফিজিয়ান গোল্ডেন বয়কে।

ম্যাচের অতিরিক্ত ৯৩ এবং ৯৪ মিনিটে কিয়ান নাসিরির বলে শট লাল হলুদ ব্রিগেডের জালে জড়াতেই ইতিহাস গড়ে ফেললেন তরুণ এই প্রতিভাবান ফুটবলার। দুটো পায়ই কথা বলে কিয়ানের। অতিরিক্ত সময়ে যে দুটো গোল করেছে মেরিনার্সদের হয়ে তার মধ্যে দুই নম্বর গোল ডান পায়ে নেওয়া শট এবং তৃতীয় তথা হ্যাটট্রিক করা গোল শট নিয়েছে বা পা দিয়ে। পুরো মাখনের ওপর ছুড়ি চালানো নিখুঁত “ফিনিশার”।

গত ISL মরসুম এবং চলতি ২০২১-২২ ISL সেশন মিলিয়ে চার ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। দিনের শেষে হ্যাটট্রিক করে মেরিনার্স ক্যাম্পের নায়ক কিয়ান নাসিরি।