ATK Mohun Bagan : বাগানের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন তারকা ফুটবলার

ATK Mohun Bagan : পেশাদার ফুটবলে অর্থ বড় ভূমিকা পালন করে। তবে কখনও তার থেকেও বড় ভূমিকা পালন করে দায়বদ্ধতা, জার্সির প্রতি আবেগ। ভারতীয় ফুটবলেও…

ATK Mohun Bagan : বাগানের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন তারকা ফুটবলার

ATK Mohun Bagan : পেশাদার ফুটবলে অর্থ বড় ভূমিকা পালন করে। তবে কখনও তার থেকেও বড় ভূমিকা পালন করে দায়বদ্ধতা, জার্সির প্রতি আবেগ। ভারতীয় ফুটবলেও (ISL) সম্প্রতি এমন ঘটনার উদাহরণ পাওয়া গেল। 

সামনের মরশুমের কথা ভেবে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল অনিরুধ থাপাকে সই করাতে চেয়েছিল। ২৪ বছর বয়সী এই ফুটবলারকে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়েছিল এটিকে মোহন বাগান। তরুণ মিডফিল্ডারকে বেশ লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

এটিকে মোহন বাগান ছাড়াও অনিরুধের কাছে একাধিক ক্লাবের অফার ছিল। এবং প্রতি ক্লাবের অফারই উল্লেখযোগ্য ছিল বলে জানা গিয়েছে। কিন্তু কোনো প্রস্তাবেই সায় দেননি তিনি। পুরনো ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisements

২০১৬ থেকে চেন্নাইয়ান ফুটবল ক্লাবে রয়েছেন অনিরুধ। নব্বইয়ের কাছাকাছি ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন বহু ম্যাচ।