এটিকে মোহন বাগানের অনুপস্থিতিতে চলতি মাসেই লিগ শুরু করার প্রতিশ্রুতি

  চলতি মাসেই শুরু হতে পারে কলকাতা ফুটবল লিগ। শনিবার বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ’র সঙ্গে বৈঠকে বসেছিলেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। সেখানে আসন্ন মরসুমের ব্যাপারে…

short-samachar

  চলতি মাসেই শুরু হতে পারে কলকাতা ফুটবল লিগ। শনিবার বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ’র সঙ্গে বৈঠকে বসেছিলেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। সেখানে আসন্ন মরসুমের ব্যাপারে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

   

বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “এদিন আইএফএ অফিসে প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপের দলগুলিকে নিয়ে বৈঠক হয়। এটিকে মোহনবাগান এফসি ছাড়া সকল দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দলগুলির তরফে দ্রুত লিগ শুরুর আর্জি জানানো হয় এবং আইএফএ তরফে তাদের জানানো হয়েছে এই মাসেই লিগ শুরু করা হবে এবং দ্রুত গতিতে লিগ শেষ করা হবে।”

এটিকে মোহন বাগান কলকাতার ঘরোয়া লিগে আদৌ খেলবে কি না সে ব্যাপারে আগেই প্রশ্ন ছিল। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেছিলেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। সেখানে তিনি ইন্ডিয়ান সুপার লিগ, সুপার কাপ, চ্যাম্পিয়নশিপ কিংবা ডুরান্ডা কাপের কথা বললেও, কলকাতা ফুটবল লিগের নাম শোনা যায়নি। পরপর শনিবার বিকেলের বৈঠকে বাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন না কোনও প্রতিনিধি।