রাত পোহালেই ১লা বৈশাখ। পুরোনো বছর কে বিদায় জানিয়ে বাংলার এই নতুন বছর কে স্বাগত জানানোর তোড়জোড় শুরু গোটা বাংলা জুড়ে। বাদ নেই কলকাতা ময়দান। বিশেষ করে দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের (ATK Mohun Bagan)বারপুজো সকলের নজর কাড়ে প্রত্যেকবার। এবার ও সেই পুরোনো রীতি মেনেই আয়োজিত হতে চলেছে সেই অনুষ্ঠান। তবে এবার বিশেষ চমক রাখছে এটিকে মোহনবাগান।
উল্লেখ্য, চলতি ফুটবল মরশুমে আইএসএল জেতার সুবাদে এমনিতেই সমর্থকদের মধ্যে রয়ে গিয়েছে খুশির আমেজ। পাশাপাশি সুপার কাপে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে ক্লাব। তাই খুশি না হওয়ার কোনো কারন নেই সবুজ-মেরুন সমর্থকদের। তবে এখানেই শেষ নয়। নববর্ষের দিনে আরো চমক রয়েছে মোহনবাগান কর্তাদের তরফ থেকে।
বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই ক্লাবের মাঠে আয়োজিত হওয়া অনুষ্ঠানের সরঞ্জাম বাইরে আনতে গিয়ে আচমকাই ভেঙে যায় ক্লাবের প্রধান গেট। তারপর থেকেই তড়িঘড়ি করে নতুন গেট বানানো হয় ক্লাবের তরফে। আগামীকাল সেই চুনী গোস্বামী গেটের উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেটের নক্ষত্র সুনীল গাভাস্কার। এছাড়াও বার পুজোর পর থাকছে একটি জনপ্রিয় বাউল ব্যান্ডের অনুষ্ঠান।
তবে এক্ষেত্রে একটু বদলে গিয়েছে সময়সূচি। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০.৩০ মিনিটে নতুন প্রবেশদ্বার উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা বদলে গিয়ে হতে চলেছে সকাল ৮ টায়। পাশাপাশি আগামীকাল সকাল ১১.৩০ টায় বাংলা ব্যান্ড ‘দোহারের ‘ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা বদলে গিয়ে হতে চলেছে সকাল ১০.৩০ টায়। অর্থাৎ এগিয়ে দেওয়া হচ্ছে এক ঘন্টা। বর্তমানে এই নিয়েই চরম ব্যস্ততা সবুজ-মেরুন তাঁবুতে।