উড়ছিল প্রত্যাশার ফানুস। এবার হয়তো নেমে আসবে তাড়াতাড়ি। অনুমান ফুটবল মহলের। শেষ হতে চলেছে আলভারো ভাস্কুয়েজকে দড়ি টানাটানি খেলা। হতাশ হতে পারেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) সমর্থকরা।
দল গোছানোর মরশুমে অন্যতম বহুল চর্চিত নাম আলভারো ভাস্কুয়েজ। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব সহ বিদেশের কিছু ক্লাবের পক্ষ থেকে তাঁর কাছে এসেছিল প্রস্তাব। মেজর লিগ সকার, চিনের ক্লাবের তরফে আগ্রহ প্রকাশ করা হয়েছিল।
চিনা ক্লাবের প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়েছিলেন আলভারো। মেজর লিগ সকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়নি। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভাস্কুয়েজ ভারতেই থাকছেন।
মনে করা হচ্ছে যে এফসি গোয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারে এই স্প্যানিশ ফরোয়ার্ড। তাঁকে দলে নেওয়ার জন্য এটিকে মোহন বাগান চেষ্টা করেছিল বলে শোনা গিয়েছিল। বাগান সমর্থকদের কানেও গিয়েছে এই জল্পনা। গোয়ার ক্লাবে সই করলে সবুজ মেরুন জার্সিতে নামার সম্ভাবনা আর থাকবে না।