ATK Mohun Bagan: বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতেও পা পিছলে “পতনের” সম্ভাবনায় ঝুলছে মেরিনার্স ক্যাম্প

ATK Mohun Bagan

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের পর তিন পয়েন্ট অর্জন করল গতবারের রানার্স ATK মোহনবাগান। রবিবার ফর্তোদার PJN স্টেডিয়ামে সুনীল ছেত্রীর দলকে ২-০-য় হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মেরিনার্সরা।

রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস এ দিন না খেলতে পারলেও লিস্টন কোলাসো ও মনবীর সিং’র দর্শনীয় গোল দলকে তিন পয়েন্ট এনে দেয়। বাকি দু’ম্যাচের মধ্যে এক ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেই নক আউটে নিজেদের জায়গায় পাকা করে ফেলবে সবুজ-মেরুন ব্রিগেড।

   

তবে,ধুরন্ধর ATK মোহনবাগান স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো বিলক্ষণ জানেন তাড়াহুড়ো করলেই পা পিছলে “পতনের” সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, কেরালা ব্লাস্টার্স এফসি বিরুদ্ধে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে মেরিনার্সদের হেডস্যার হুয়ান ফেরান্দোর ভবিষৎবাণী ছিল,”টুর্নামেন্টের শীর্ষস্থান এবং সেমিফাইনাল দখলের লড়াইতে ওঠা নামাটা নিশ্চিত এবং ইতিমধ্যেই মরসুমে প্রচুর টুইস্ট এবং বাঁক দেখেছে।” ফেরান্দোর কথার সূত্র ধরেই বলতে হয় বেঙ্গালুরুএফসির বিরুদ্ধে জিতলেও ‘পিকচার অভি বাকি হ্যায়”, কেননা এখনও ATK মোহনবাগান খাদের কিনারাতেই রয়েছে,একচুল ব্যবধানে।

১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট ATK মোহনবাগানের মার্কো পেজাউইলির দলকে হারিয়ে।২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগে (ISL) সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে হলে ৩ মার্চ চেন্নাইন এফসি এবং ৭ মার্চ জামশেদপুর এফসির বিরুদ্ধে হার্ডল টপকাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, রবিবার মার্কো পেজাইউলির বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মেরিনার্সরা জিতলেও পয়েন্ট টেবিলে সবুজ মেরুন ব্রিগেড তিনেই আছে, জামশেদপুর এফসি ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ISL পয়েন্ট টেবিলে দুইতে রয়েছে জগদ্দল পাথরের মতো।কারণ গোল পার্থক্যে এগিয়ে ইস্পাত নগরী। চলতি ISL পয়েন্ট টেবিলে চোখ রাখলে নক আউটে ওঠার লড়াইয়ে আপাতত রয়েছে জামশেদপুর এফসি (১৭ ম্যাচে ৩৪), ATK মোহনবাগান (১৮ ম্যাচে ৩৪), মুম্বই সিটি এফসি (১৮ ম্যাচে ৩১) ও কেরালা ব্লাস্টার্স এফসি (১৮ ম্যাচে ৩০) পয়েন্ট। সব মিলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মোদ্দাকথা হুয়ান ফেরান্দোর জবানিতে,”সেমিফাইনাল দখলের লড়াইতে ওঠা নামাটা নিশ্চিত।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন