ATK Mohun Bagan: কেরালা ব্লাস্টার্সদের হারিয়ে প্লে অফে জায়গা পাকা করল মোহনবাগান

ম্যাচের শুরুতে ১৬ মিনিটের মাথায় চমক দেয় কেরল ব্লাস্টার্স। কেরলের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন ডায়ামানটাকোস। পাল্টা ২৩ মিনিটের মাথায় চমক দিল এটিকে মোহনবাগান৷ দিমিত্রির বাড়ানো পাশে হেড দিয়ে জালে বল জড়িয়ে দেন ম্যাক হুগো৷

ATK Mohun Bagan Kerala Blasters FC

শনিবার টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কেরলকে (Kerala Blasters FC) পরাজিত করে প্লে অফে জায়গা পাকা করে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এদিন ২-১ গোলে ব্লাস্টার্সদের পরাজিত করে জুয়ান ফার্নান্দোর দল৷ একইসঙ্গে কেরলের বিরুদ্ধে অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়ল সবুজ মেরুন শিবির।

এদিন ম্যাচের শুরুতে ১৬ মিনিটের মাথায় চমক দেয় কেরল ব্লাস্টার্স। কেরলের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন ডায়ামানটাকোস। পাল্টা ২৩ মিনিটের মাথায় চমক দিল এটিকে মোহনবাগান৷ দিমিত্রির বাড়ানো পাশে হেড দিয়ে জালে বল জড়িয়ে দেন ম্যাক হুগো৷

   

এদিন ম্যাচে দুটি হলুদ কার্ড দেখেন কেরলের রাহুল কেপি। ২৬ মিনিটের পর ৬৪ মিনিটে বাড়তি অ্যাডভান্টেজ পায় মোহনবাগান৷ সেই সুযোগকে কাজে লাগায় সবুজ মেরুন শিবির। ৭১ মিনিটের মাথায় ফের চমক দিলেন ম্যাকহুগ। বিরাট জয় পেল মোহনবাগান৷ একইসঙ্গে প্লে অফেও জায়গা পাকা করে ফেলে তাঁরা।

গত কয়েক ম্যাচে গোল নষ্টের খেসারত দিতে হয়েছিল মোহনবাগানকে । তাই বাকি দুটি ম্যাচের দিকে নজর ছিল। প্লেঅফ নিশ্চিত করতে অন্তত তিন পয়েন্ট প্রয়োজন ছিল এটিকে মোহনবাগানের। ডার্বির আগে তিন পয়েন্ট নিয়ে স্বস্তিতে সবুজ মেরুন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন