ATK Mohun Bagan: সুমিত রাঠির বদলে এই তারকা ফুটবলারকে নিতে চায় মোহনবাগান

Nandakumar Shekhar

এবারের ফুটবল মরশুম যথেষ্ট ভালো গিয়েছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। হিরো আইএসএলের প্রথম দিকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে ছন্দে ফেরে গোটা দল। বিশেষ করে এই টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কেরালা ব্লাস্টার্স কে হারানোর পর থেকে অন্য মেজাজে ধরা দেয় হুয়ান ফেরেন্দোর ছেলেরা। তারপর ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে নক আউটে ওডিশা, সেমিতে হায়দরাবাদ এবং ফাইনালে বেঙ্গালুরু এফসির মতো দল কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। তবে এখানেই শেষ নয়।

চলতি মাসে সুপার কাপ জেতার জন্য কেরালা উড়ে গিয়েছিল সবুজ-মেরুন। প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে সহজ জয় তুলে নিলেও সুপার কাপের পরবর্তী দুই ম্যাচে জামশেদপুর ও এফসি গোয়ার কাছে ধরাশায়ী হতে হয় এটিকে মোহনবাগান কে। যারফলে এবারের মতো কাপ জয়ের স্বপ্ন শেষ তাদের। এবার আগামী মরশুমের জন্য পরিকল্পনা শুরু বাগানের এই স্প্যানিশ কোচের। সেইমতো এখন থেকেই খেলোয়াড়দের দলে টানার কাজ শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগানের রিক্রুটাররা।

   

সেইমতো গত মাসের মাঝামাঝি সময় থেকেই একাধিক দেশী ও বিদেশি খেলোয়াড়দের দলে আনার আসরে নেমেছে সবুজ-মেরুন। উল্লেখ্য, গতবারের মরশুমে একজন দক্ষ ফরোয়ার্ডের অভাবে ব্যাপক ভুগেছে এটিকে মোহনবাগান। তাই এবার দলে একজন বিদেশি ফরোয়ার্ড তারকা আনতে মরিয়া সকলে। এক্ষেত্রে সবার আগে রয়েছেন অজি তারকা জেসন কামিন্স।

অন্যদিকে দেশীয় ফুটবলারদের ক্ষেত্রে উঠে আসছে মহম্মদ ইয়াসির ও আকাশ মিশ্রা সহ একাধিক নাম। তবে এবার শোনা যাচ্ছে, এটিকে মোহনবাগান দলের অন্যতম তারকা সুমিত রাঠি কে ছেড়ে দিতে চাইছে সবুজ-মেরুন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তার বদলে নাকি ওডিশা এফসি থেকে নন্দকুমার শেখরকে নিয়ে আসতে চায় এটিকে মোহনবাগান। এক্ষেত্রে নাকি সয়্যাপ ডিল চুক্তি হতে পারে দুই দলের মধ্যে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন