ATK Mohun Bagan: শনিবারই আইএসএলে ‘মরণ-বাঁচন’ ম্যাচ সবুজ-মেরুন টিমের

ATK Mohun Bagan

লিগ ম্যাচের পর নক আউটে শনিবার প্রথম ম্যাচ খেলতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)৷ তাই এই ম্যাচ ফাইনাল বলেই দাবি করছে হুয়ান ফেরান্দোর দল৷ তাই এখন টানা আটবার ডার্বি জেতার আনন্দ আর মনে রাখতে চায় না হুয়ান ফেরান্দোর দল। সেইমতো তৈরি হচ্ছে খেলয়াড়রাও।

সবুজ মেরুনে ডিফেন্ডার ডিফেন্ডার স্লাভকো ডোমানভিচ বলেন, আমাদের কাছে ডার্বির থেকেও গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ওড়িশা পাল্টা আক্রমণে উঠে আসে। আমাদের মাঠে সর্বদা সতর্ক থাকতে হবে। ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েছি আমরা। মাঠে আমাদের সমর্থকরা থাকবেন। এই ম্যাচ আমাদের জিততেই হবে, না হলে আনন্দটাই ফিকে হয়ে যাবে। ওড়িশা শক্তিশালী দল হওয়ায় মোটেই আলগা দিচ্ছে না কোনও শিবির৷

   

এই মাঝমাঠে মোহনবাগানের ভরসা হুগো বুমোস৷ তিনি বলেন, ডার্বিতে আমরা জয়ের জন্য মরিয়া মনোভাব নিয়ে খেলেছিলাম। শনিবার আরও বেশি একাগ্রতা নিয়ে খেলতে হবে। ইস্টবেঙ্গলের চেয়ে ওড়িশা বেশি শক্তিশালী। ওরাও ফাইনালে ওঠার চেষ্টা করবে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। কোনওভাবেই টাইব্রেকারে ম্যাচ টানতে নারাজ তিনি।

মোহনবাগানের খেলোয়াড়রদের কথায়, ডার্বি তাঁদের কাছে সম্মানের ছিল৷ তাই প্লে অফে জায়গা পাকা করার পরেও জয়ের জন্য মরিয়া ছিল তাঁরা। শনিবার আরও কঠিন ম্যাচ৷ শনিবার একটিমাত্র ভুল মানেই বিদায় নিশ্চিত। সেই কথা ভেবেই আর ঝুকি নিতে চাইছে না বাগানের খেলোয়াড়রা৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন