রবিবার মুম্বই ফুটবল এরিনাতে মুখোমুখি হতে চলেছে ATKমোহনবাগান (ATK Mohun Bagan), প্রতিপক্ষ মুম্বই সিটি এফসির। ইন্ডিয়ান সুপার লিগে (ISL)যতবার মুম্বইয়ের মুখোমুখি হয়েছে, ততবারই ব্যর্থ হয়ে মাঠ ছাড়তে হয়েছে সবুজ-মেরুন বাহিনীকে। তাই মুম্বইর মতো শক্ত গাটের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে হারিয়ে জয় পেতে মরিয়া মেরিনার্সরা।
হুয়ান ফেরান্দোর কোচিং’এ গত ISL সেশনের দ্বিতীয় লেগে এবং চলতি মরসুমে ডুরান্ড কাপে দু’বারই ১-১ গোলে ড্র হয়েছে। আর একটু পিছনের দিকে গেলে স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের কোচিং সেশনে সবুজ মেরুন ব্রিগেড আইল্যান্ডারদের বিরুদ্ধে ১-৫ গোলে হারতে হয়েছে,যা দু’দলের মধ্যে জয় পরাজয়ের বড় রেকর্ড।
ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৫ বার, চারবারই জিতেছে মুম্বই সিটি এফসি। এক ম্যাচ ড্র হয়েছে। এর বাইরে গত অগাস্টে ডুরান্ড কাপে দুই দল মুখোমুখি হলে তাও ১-১ হয়। ৭৭ মিনিট পর্যন্ত লিস্টন কোলাসোর গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি সবুজ-মেরুন শিবির। ISL’এ প্রথম মুখোমুখিতে মুম্বই জেতে ১-০ গোলে। দ্বিতীয়বার তারা জেতে ২-০ ‘তে। ওই মরশুমে ফাইনালে মুম্বই জেতে শেষ মুহূর্তে বিপিন সিং’র গোলে। গত ISL সেশনের প্রথম লেগে ৫-১ গোলের বড় ব্যবধানে জেতে মুম্বই। দ্বিতীয় লেগের ম্যাচ ড্র হয় ১-১ গোলে। তাই এবার জয় পেতে মরিয়া হুয়ান ফেরান্দোর কোচিং’এ খেলা ATKমোহনবাগান।