Earthquake : ভূমিকম্পে দুলে উঠল উত্তরকাশী-হরিদ্বার

19
earthquake

রবিবার সাতসকালে ভূমিকম্প। দুলে উঠল উত্তরাখণ্ডের অন্যতম জনপদ উত্তরকাশী। রিখটার স্কেলে কম্পন ৪.৫ মাত্রা। (Uttarkashi rocked by earthquake)

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে,এদিন সকাল ৮টা ৩৩ মিনিটে ভূকম্পন ঘটে। উত্তরকাশী, হরিদ্বার হয়ে রাজধানী দিল্লিতে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ঘটে চলেছে হিমালয় অঞ্চলে। হিমালয় ঘেরা এলাকা নেপালও এই বিপর্যয়ের সাক্ষী। আর ভারতের দিকে থাকা হিমালয় ঘেরা এলাকাগুলি যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ভূমিধ্বস ও ভূমিকম্পের ঘটনা ঘটেই চলেছে।

ভূমিকম্পের কারণ দুটি ভূমিস্তরের সংঘর্ষ। আর প্রকৃতির উপর ভয়াবহ আঘাত আসায় বাড়ছে ধ্বস ও তুষার গলন। হিনালয় থেকে বের হওয়া বিভিন্ন নদীর স্বাভাবিক প্রবাহকে আটকানোর ফলেই নেমে আসে বিপর্যয়। এই অবস্থা দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সিকিমেও।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)