ATK Mohun Bagan: ডার্বির অনুশীলনে মঙ্গলে মাঠে নামছে মোহনবাগান

ATK Mohun Bagan practice

মঙ্গলবার থেকে ডার্বির অনুশীলনে নামছে মোহনবাগান (ATK Mohun Bagan)। কার্ড সমস্যায় নেই হ্যামিল। চোট সারিয়ে মাঠে হুগো বোমাস। বাগানের স্প্যানিশ কোচ ঝুঁকি নিতে চাননি ফরাসি মিডিওকে নিয়ে। বড় ম্যাচে বোমাসই ফেরান্দোর মূল অস্ত্র।

Advertisements

ডার্বি মুডে শহর কলকাতা। হকি ডার্বিকে কেন্দ্র করে উত্তপ্ত কলকাতা ময়দান। দুই পক্ষের সমর্থকদের ও কর্তাদের হাতাহাতি আইএসএলের ডার্বির পারদ চড়িয়ে দিয়েছে। আইএসএলের ফিরতি পর্বের ডার্বির আগে দুই শিবির দুই মেরুতে। প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে মোহনবাগানের। ইস্টবেঙ্গলের হারানোর কিছু নেই।

   

প্লে অফ নিশ্চিত হলেও বড় ম্যাচ জিততে প্রস্তুত এটিকে মোহনবাগান। লিগ টেবিলের তিন নম্বরে শেষ করতে চাইছে সবুজ মেরুন শিবির। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আত্মবিশ্বাসের শিখরে মোহনবাগান। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিল তিন নম্বরে ফেরান্দোর দল। শেষ সাত ডার্বিই জিতেছে মোহনবাগান।‌ আট ডার্বি অপরাজিত।‌

কোচ হুয়ান ফেরান্দোর ডার্বি ভাগ্যও বেশ ভালো। একটাও বড় ম্যাচ হারেননি স্প্যানিশ কোচ। ডার্বিতে গোল করার অপেক্ষায় পেত্রাতোস আর গ্যালেগো। প্লে অফের আগে বড় ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে সচেষ্ট বাগান হেডস্যার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements