Sunday, December 7, 2025
HomeSports NewsATK Mohun Bagan এর নজরে আরও এক তারকা ফুটবলার

ATK Mohun Bagan এর নজরে আরও এক তারকা ফুটবলার

- Advertisement -

নিঃশব্দে দল গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বিদেশি বাছাই ছাড়াও ভারতীয় প্রতিভা রিক্রুটের ব্যাপারেও ক্লাব সক্রিয়। আগামী মরসুমে আরও এক নব্য তারকাকে দেখা যেতে পারে সবুজ মেরুন জার্সিতে।

দল বদলের বাজারে শোনা যাচ্ছে বিনিত রাই এর নাম। মনে করা হচ্ছে বিনিত আর-কে দলে নিতে ইচ্ছুক এটিকে মোহন বাগান। দুই তরফে কথা অনেক দূর এগিয়ে গিয়েছে বলেও মনে করা হচ্ছে।

   

বছর চব্বিশের বিনিত ইতিমধ্যে ভারতের সিনিয়র জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের হয়েও নজর কেড়েছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমির এই ছাত্র। 

পেশাদার ক্লাব কেরিয়ার খুব দীর্ঘ না হলেও উল্লেখযোগ্য বলা চলে। ফুটবল ক্লাব ডেম্প থেকে এক সময় রাই এর উত্থান হয়েছিল। পরে কেরালা ব্লাস্টার্স সহ ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দলের হয়ে খেলেছেন। সবথেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওড়িশা ফুটবল ক্লাবের হয়ে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular