ATK Mohun Bagan : ব্রাজিলের রবিনহোকে হাতছাড়া করল বাগান

দল বদলের বাজারে নিঃশব্দে কাজ করেছে এটিকে মোহন বাগান (Atk Mohun Bagan)। তাদের গতিবিধি সম্পর্কে প্রথমে খুব একটা কিছু জানা যায়নি। এখন অল্প হলেও তথ্য…

Atk Mohun Bagan had tried to rope in Robson azevedo

দল বদলের বাজারে নিঃশব্দে কাজ করেছে এটিকে মোহন বাগান (Atk Mohun Bagan)। তাদের গতিবিধি সম্পর্কে প্রথমে খুব একটা কিছু জানা যায়নি। এখন অল্প হলেও তথ্য প্রকাশ্যে আসছে। শোনা যাচ্ছে ভালো মানের এক বিদেশি ফুটবলারকে হাতছাড়া করেছে ক্লাব।

ফুটবল মহলে কানাঘুষো, ব্রাজিলের তরুণ উইঙ্গার রবসন আজেভেদোকে (Robson azevedo) দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল এটিকে মোহন বাগান। এছাড়াও ভারতের বেঙ্গালুরু ফুটবল ক্লাবও হয়তো আগ্রহী ছিল। আন্তর্জাতিক ফুটবলে রবসন আজেভেদোকে রবিনহো বলেও অনেকে চেনেন।

   

বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে দারুণ ফুটবল খেলে নজর কেড়েছিলেন রবিনহো। ২০২০-২০২১ মরসুম থেকে ওপর বাংলার প্রথম সারির এই ক্লাবের হয়ে তিনি খেলছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান বাংলাদেশের ক্লাবের হয়ে ২১ ম্যাচে করেছেন ১৪ গোল। সঙ্গে ১১ টা অ্যাসিস্ট।

দল বদলের মরসুমে ভারত ছাড়াও সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার ক্লাব থেকেও তাঁকে দলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে খবর। শেষ পর্যন্ত কোনো ক্লাব সফল হয়নি। চুক্তির মেয়াদ বাড়িয়েছে বসুন্ধরা। ২০২৪ সাল পর্যন্ত সেখানেই তিনি থাকছেন। পেশাদার ফুটবল কেরিয়ারে একাধিক ক্লাবে খেলেছেন। সবথেকে বেশি সফল হয়েছেন বাংলাদেশেই