ATK Mohun Bagan: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মরনবাঁচন ম‍্যাচের আগে সুখবর পেল মোহনবাগান

বুধবার বেঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসিকে বড়ো ব‍্যবধানে হারিয়ে দেওয়ার পর এখন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্লে অফে স্থান নিশ্চিত করাটাই খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।

kiyan_ATK_Mohun_Bagan

বুধবার বেঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসিকে বড় ব‍্যবধানে হারিয়ে দেওয়ার পর এখন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্লে অফে স্থান নিশ্চিত করাটাই খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোচ জুয়ান ফেরান্দো দলে একজন প্রপার বক্সের স্ট্রাইকার নিয়ে না আসায় ভীষণ দুর্বল হয়ে পড়েছে এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগ। গোটা মরশুম তার অভাব টের পেয়েছে সবুজ-মেরুন শিবির। এছাড়া দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোট আরও সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বেঙ্গালুরু জেতায় কঠিন হল মোহনবাগানের প্লে অফে যাওয়ার অঙ্ক

   

তবে এমন সমস্ত খারাপ খবরের মাঝে ভীষণ খুশির খবর পেল এটিকে মোহনবাগান শিবির কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ডু অর ডাই ম‍্যাচে খেলতে নামার আগে। চোটাঘাত এবং কার্ড সমস্যা কাটিয়ে এই ম‍্যাচে চারজন সবুজ মেরুনের ফুটবলার প্রত‍্যাবর্তন করতে চলেছে এই ম‍্যাচে। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন বাঙালি ডিফেন্ডার শুভাশীষ বোস এবং দলের নির্ভরযোগ্য উইংগার আশীক করুনিয়ান। এছাড়া এই ম‍্যাচে চোট সারিয়ে ফেরার কথা দলের দুই বিদেশি ফুটবলার কার্ল ম‍্যাঘিউ এবং হুগো বুমোস।

আরও পড়ুন: ATK Mohun Bagan: কলকাতায় আসছেন তিরি, খেলতে পারেন সুপার কাপে

সকলের আশা এই ম‍্যাচে ফিরবেন ম‍্যাঘিউ। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচে খেলাকালীণ চোট পেয়েছিলেন গ্লেন মার্টিন্স, তিনি যদি কেরালার বিরুদ্ধে ম‍্যাচে খেলতে না পারেন তাহলে কিন্তু ম‍্যাঘিউর দলে ফেরাটা ভীষণ গুরুত্বপূর্ণ। বহুদিন চোটের জন্যে দলের বাইরে ছিলেন হুগো বুমোস। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচে তার খেলার সম্ভাবনা থাকলেও, শেষ অবধি সেটা সম্ভব হয়নি। টানা তিন ম‍্যাচে একটা বিষয় স্পষ্ট হয়েছে এই দল কতটা ছন্নছাড়া হুগো বুমোসকে ছাড়া। তাই তার ফেরায় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম‍্যাচ প্রান ফিরে পাবে সবুজ মেরুন শিবিরের মাঝমাঠ ,সেই কথা বলাই বাহুল‍্য।