ATK Mohun Bagan: চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে নামার আগে খুশির খবর বাগানে

আইএসএলের ম‍্যাচে চেন্নাইয়ান এফসির (Chennaiyin FC) মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

Good news for ATK Mohun Bagan fans

শনিবার সন্ধ্যা ৭:৩০ টায় আইএসএলের ম‍্যাচে চেন্নাইয়ান এফসির (Chennaiyin FC) মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। খেলা হবে চেন্নাইয়ান এফসির ঘরের মাঠে। বর্তমানে লিগ শিল্ড জেতার দৌড় থেকে এটিকে মোহনবাগান দল যে প্রায় ছিটকে গেছে সে কথা বলাই যায়।

এবার জুয়ান ফেরান্দোর লক্ষ‍্য লিগের বাদবাকি ম‍্যাচে জিতে আইএসএল জেতা। শোনা যাচ্ছে চেন্নাইয়ান এফসির দুই গুরুত্বপূর্ণ ফুটবলার খেলবেন না এই ম‍্যাচে। সেই দুই ফুটবলার হলেন নাসার আল খায়াতি এবং রহিম আলী। আর এই দুই ফুটবলারের না খেলাটা ম‍্যাচে বাড়তি অ্যাডভান্টেজ দিতে পারে এটিকে মোহনবাগান দলকে।

   

বিভিন্ন ফুটবল বিশেষজ্ঞ দের মতে ম‍্যাচে চেন্নাইয়ান এফসির আক্রমণের তেজ কমাতে অনিরুদ্ধ থাপা এবং স্লাভকোভিচ রুখতে হবে এটিকে মোহনবাগানের রক্ষণকে। এই ম‍্যাচের বিষয় কোচ জুয়ান ফেরান্দো জানিয়েছেন মুম্বাই সিটি এফসির ম‍্যাচের থেকে এই ম‍্যাচ ভীষণ আলাদা।কারণ দুই দল দুই রকমের। যেহেতু চেন্নাইয়ান এফসি ঘরের মাঠে খেলবে,তাই চাপটা বেশি থাকবে তার দলের উপর’ই,এক্ষেত্রে একেবারে বাস্তবের মাটিতে পা রেখে চলতে চান কোচ জুয়ান ফেরান্দো। তিনি চেষ্টা চালাবেন এই ম‍্যাচে তার দল যাতে কোনও গোল না হজম করে।