ATK Mohun Bagan : বিরাট দলবদল! এটিকে মোহন বাগান ছাড়ার পথে ডেভিড উইলিয়ামস

ভারতীয় ফুটবলে বড় দলবদলের খবর। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) থেকে ডেভিড উইলিয়ামস (David Williams) যাচ্ছেন মুম্বই সিটি ফুটবল ক্লাবে (Mumbai City FC)! শুক্রবার…

ATK Mohun Bagan : বিরাট দলবদল! এটিকে মোহন বাগান ছাড়ার পথে ডেভিড উইলিয়ামস

ভারতীয় ফুটবলে বড় দলবদলের খবর। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) থেকে ডেভিড উইলিয়ামস (David Williams) যাচ্ছেন মুম্বই সিটি ফুটবল ক্লাবে (Mumbai City FC)! শুক্রবার বেলার দিকে মিলেছে এমনই খবর। 

জাতীয় স্তরের ফুটবলে কানাঘুষো, ডেভিড উইলিয়ামস মুম্বই সিটি ফুটবল ক্লাবে যোগ দেবেন। ইতিমধ্যে সইসাবুদ পর্বও মিটে গিয়েছে বলে দাবি করা হয়েছে। 

আরও পড়ুন: ATK Mohun Bagan : অন্য দলে যাচ্ছেন প্রবীর দাস

Advertisements

গত মরশুম থেকেই ডেভিড উইলিয়ামসের দল বদল নিয়ে জল্পনা চলছিল। এ বছরের মরশুমে তাঁকে সবুজ মেরুন জার্সিতে আদৌ দেখা যাবে কি না সে ব্যাপারে ছিল সংশয়। শেষ পর্যন্ত তিনি কলকাতার দলেই থেকে গিয়েছিলেন। তবুও জল্পনা রয়েই গিয়েছিল।

এবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ শেষ হতে না হতেই সেই একই আলোচনা। ডেভিড হয়তো বাগানে থাকছেন না। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে বলে মনে করা হচ্ছে।