ATK Mohun Bagan : বাগানের ফরোয়ার্ডের সামনে রয়েছে টপ গোলস্কোরার হওয়ার সুযোগ

সন্তোষ ট্রফির (Santosh Trophy) শুরুর দিকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মহম্মদ ফারদিন আলি মোল্লা। শুভম ভৌমিক তখন গোল করছিলেন। পরে পরপর ম্যাচে গোল…

সন্তোষ ট্রফির (Santosh Trophy) শুরুর দিকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মহম্মদ ফারদিন আলি মোল্লা। শুভম ভৌমিক তখন গোল করছিলেন। পরে পরপর ম্যাচে গোল করে বাংলাকে জিতেছেন এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) তরুণ ফরোয়ার্ড।

Advertisements

সন্তোষ ট্রফির ফাইনালে মুখোমুখি বাংলা এবং কেরালা। কেরালার একাধিক ফুটবলার রয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার দৌড়ে। বাংলা দল থেকে রয়েছেন কেবল ফারদিন।

বিজ্ঞাপন

এর আগে বত্রিশবার খেতাব জয় করেছে বাংলা। সন্তোষ ট্রফির ইতিহাসে এটাই সেরা।

আরও পড়ুন: Santosh Trophy : অটোচালকের ছেলে এক ম্যাচে করেছে পাঁচ গোল

টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবথেকে বেশি গোল করেছেন টিকে জেসিন। তাঁর নামের পাশে রয়েছে ৯ গোল। একটা ম্যাচেই করেছিলেন পাঁচ গোল। কর্ণাটকের বিরুদ্ধে সেমিফাইনালে। আট গোল করে দ্বিতীয় স্থানে তাঁর সতীর্থ সুধীর। তিন নম্বরে কিছু পিছিয়ে রয়েছেন বাংলার ফারদিন। ছয় গোল করেছেন তিনি।

সবুজ মেরুন শিবিরে দীর্ঘ দিন রয়েছেন ফারদিন। সুযোগ পাননি সেই অর্থে। ক্লাবে হয়ে গেম টাইম না পেলেও তাঁর ফুটবল দক্ষতায় যে মরচে পড়েনি সেটা বোঝাচ্ছেন টুর্নামেন্টে। এটিকে মোহন বাগানের পক্ষ থেকেও তরুণ তুর্কিকে নিয়ে করা পোস্ট। দেওয়া হচ্ছে বার্তা।