David Williams: অস্ট্রেলিয়ার লিগের ক্লাবে সই করলেন এটিকে মোহনবাগান প্রাক্তনী

David Williams

পরিবারের কথা মাথায় রেখে নতুন মরশুমে ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ডেভিড উইলিয়ামস (David Williams)। এখবর আগেই জেনেছিলাম আমরা। আগামী মরশুমে এই ফুটবলার’কে Perth Glory Football Club – এ খেলতে দেখা যাবে।তাকে দলে নিয়ে নিজেদের আক্রমণ ভাগ শক্তিশালী করলো অস্ট্রেলিয়ার এই ক্লাব।

২০১৯-২০ এটিকে এবং ২০২০-২২ এটিকে মোহনবাগানের হয়ে খেলা ফুটবলার’কে আইএসএলে খেলা সেরা বিদেশি ফুটবলার’দের মধ্যে একজন বলেই মনে করা হয়‌ ডেভিড উইলিয়ামস’কে।২০১৯-২০ মরশুমে এটিকের হয়ে জিতেছেন আইএসএল।

   

আক্রমণ ভাগের এই ফুটবলার অস্ট্রেলিয়ার জাতীয় দলের বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলার পাশাপাশাপাশি অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ডের প্রথমে সারির বিভিন্ন ক্লাবে খেলেছেন।একটা সময় অবধি আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসি’তে তার খেলার বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিলো, এমনকি প্রিকন্ট্রাক্ট সই করেছিলেন তিনি। কিন্তু শেষ অবধি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবারের কথা মাথায় রেখে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন