ATK Mohun Bagan : এএফসি কাপে নামার আগে শুভাশীষের সামনে ‘নতুন সুযোগ’

এএফসি কাপের গ্রুপ পর্বে নামার আগে পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বিভাগের অন্যান্য দলও এসে পৌঁছেছে কলকাতায়। এরই…

এএফসি কাপের গ্রুপ পর্বে নামার আগে পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বিভাগের অন্যান্য দলও এসে পৌঁছেছে কলকাতায়। এরই মধ্যে সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন শুভাশীষ বসু।

সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের দু’টি ছবির সঙ্গে এটিকে মোহন বাগানের অভিজ্ঞ এই ফুটবলার লিখেছেন – নতুন সপ্তাহ। পুরনো লক্ষ্য। অর্জন করার জন্য নতুন সুযোগ। “New week. Same goals. New opportunities to achieve them”।

   

আরও পড়ুন: AFC Cup : বাগানের বিরুদ্ধে চার ম্যাচে ২৯ গোল করা দল

মে মাসে শুরু হবে এটিকে মোহন বাগানের এএফসি কাপের গ্রুপ পর্বের অভিযান। প্রথম ম্যাচ ১৮ মে, গোকুলাম কেরালার বিরুদ্ধে। পরের ম্যাচ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ২১ মে। ২৪ মে এটিকে মোহন বাগান খেলতে নামবে মেজিয়ার বিরুদ্ধে। প্রথম ম্যাচ দু’টি বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে। তৃতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে আটটায়।