Monday, December 8, 2025
HomeSports NewsATK Mohun Bagan: ডার্বির আগে ইস্টবেঙ্গল সম্পর্কে ‘বিস্ফোরক’ মোহন-তারকা পেত্রাতোস

ATK Mohun Bagan: ডার্বির আগে ইস্টবেঙ্গল সম্পর্কে ‘বিস্ফোরক’ মোহন-তারকা পেত্রাতোস

- Advertisement -

এমনিতেও প্লে অফে জায়গা পাকা। তার ওপর টানা সাতবার ডার্বি জয় করে আত্মবিশ্বাসে ভরপুর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। খাতায় কলমে শনিবারের ডার্বির কোনও গুরুত্ব নেই ঠিকই। তবুও একটানা আট নম্বর বড় ম্যাচ জিতে রেকর্ড গড়তে মরিয়া সবুজ মেরুন শিবির৷ কারণ, সেটা করতে পারলেই তিন নম্বরেই শেষ করবে এটিকে মোহনবাগান। যেখানে ঘরের মাঠে প্লে অফ খেলার সুযোগ পাবেন হুগো, দিমিত্রিরা।‌ এটাই এখন পাখির চোখ সবুজ মেরুন ফুটবলারদের।

চোটের কারণে লিগ ম্যাচে একাধিক খেলোয়াড়দের নিয়ে নামতে পারেনি এটিকে মোহনবাগান৷ শনিবারের ডার্বির ম্যাচে হারাতে হচ্ছে আরও এক খেলোয়াড়কে। কার্ডের জন্য ডার্বিতে নেই ব্রেন্ডন হ্যামিল। তাই নতুন রণনীতি সাজাতে হচ্ছে ফেরান্দোকে। তবে সেই নিয়ে মাথাব্যথা নেই দিমিত্রি পেত্রাতোসের। শেষ তিনে জায়গা করে নিয়ে ঘরে মাঠে খেলাই এখন প্রধান লক্ষ্য অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডের। তবে ডার্বি যে মর্যাদার লড়াই, সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি।

   

দিমিত্রি পেত্রাতোসের কথায়, বিশ্বের যেখানেই ডার্বি ম্যাচ হোক না কেন, সেটা মর্যাদার ম্যাচ। আমি অস্ট্রেলিয়ায় যে মানসিকতা নিয়ে ডার্বি খেলেছি, এখানেও একই মনোভাব নিয়ে নামব। সমর্থকদের কাছে যেমন এই ম্যাচ মর্যাদার, তেমন আমাদের কাছেও। লিগের শেষ ম্যাচ আমরা জিততে মরিয়া। আমাদের তিন নম্বরে থাকার লড়াই।

অন্যদিকে, লিগের শেষভাগে মুম্বইকে হারিয়ে ইস্টবেঙ্গলের মশাল যেভাবে জ্বলে উঠেছে, তাতে মোটেই সহজভাবে নিচ্ছে না লাল হলুদ শিবির। পেত্রাতোস বলেন, ইস্টবেঙ্গল প্লে অফে নেই বলে ডার্বিতে কোনও মোটিভেশন পাবে না এমন ভাবার কারণ নেই। ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী বলেও মনে করছেন তিনি।

বিপক্ষ দলের আক্রমণ এবং উইং প্লে নিয়ে প্রশংসাও করেন। সদ্য লিগ চ্যাম্পিয়নদের হারিয়েছে। তাই খাটো করে দেখা যাবে না। তবে আমি বিপক্ষের থেকে নিজের দল নিয়েই ভাবতে চাই। আমাদের দলের যা শক্তি তাতে ইস্টবেঙ্গল কেন, আইএসএলের সব দলকে হারানোর ক্ষমতা রাখে। তবে শুধু নিজেদের খেলাটা খেলতে হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular