Punjab: খালিস্তানি হুমকি ‘ইন্দিরা গান্ধীর মত হাল হতে পারে আমিত শাহর’

তলোয়ার নিয়ে খালিস্তানি সমর্থকদের হামলার (Khalistani attack) মুখে আগ্নেয়াস্ত্র নিয়ে অসহায় পাঞ্জাব পুলিশ (Punjab police)

amit-shah

তলোয়ার নিয়ে খালিস্তানি সমর্থকদের হামলার (Khalistani attack) মুখে আগ্নেয়াস্ত্র নিয়ে অসহায় পাঞ্জাব পুলিশ (Punjab police)। হাজার হাজার উগ্র খালিস্তানপন্থী ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সমর্থকদের নেতা অমৃত পাল সিংয়ের হুঁশিয়ারি, ইন্দিরা গান্ধীর মত হাল হতে পারে অমিত শাহর।

প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধীকে হত্যার প্রসঙ্গ টেনে এনে আরও বিতর্ক বাড়িয়েছেন খালিস্তানপন্থী নেতা অমৃত পাল সিং। তার হুমকির পর স্বরাষ্ট্রমন্ত্রক চমকে গেছে। খালিস্তানপন্থী উগ্র শিখ সমর্থকদের দখল থেকে স্বর্ণ মন্দির মুক্ত করতে সেনা অভিযানের নির্দেশ দেওয়ার কারণে দেহরক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছিল ইন্দিরা গান্ধীর।

পরিস্থিতি গরম পাঞ্জাবে। শিখ বিচ্ছিন্নতাবাদী তথা খালিস্তানপন্থী ওয়ারিস পাঞ্জাব দে সংগঠনের প্রধান অমৃতপাল সিংয়ের অসংখ্য অনুগামীদের সশস্ত্র ঘেরাটোপের মুখে পড়ে অসহায় পাঞ্জাব পুলিশ। হাজার হাজার উগ্র খালিস্তানপন্থী সমর্থক ঘেরাও করে অমৃতসরের আজনালা থানা। এই ঘটনার পর রাজ্যের আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে প্রশাসনিক ঢিলেমির অভিযোগ উঠেছে।

অপহরণ সংক্রান্ত একটি মামলায় খালিস্তানপন্থী নেতা অমৃত পাল সিংয়ের ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। এর পরেই অমৃতসরে বিশাল সংখ্যক পুলিশ নামানো হয়। তবে উত্তেজিত খালিস্তানপন্থীদের সামনে পুলিশ ছিল অসহায়। হাজার হাজার খালিস্তানপন্থী সমর্থক বৃহস্পতিবার দুপুরে অমৃতসরে পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢুকে পড়ে তারা। তাদের লাঠি ও তলোয়ারের আঘাতে আহত হন বহু পুলিশ কর্মী।অমৃতপালের কয়েকজন ঘনিষ্ঠকে গ্রেফতারির প্রতিবাদে থানা ঘেরাও করা হয়। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে রাহাজনির অভিযোগ আছে।

এদিকে ধৃতদের ছিনিয়ে আনতে উগ্র খালিস্তানপন্থীদের হামলা শুরু হয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় অমৃতপালের সমর্থকদের। আম আদমিদের তরফে রাজ্য সরকারকে কটাক্ষ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুঁশিয়ারি দেয় সংগঠন।

ওয়ারিস পাঞ্জাব দে নামের সংগঠনটি পাঞ্জাবে মাদক বিরোধী প্রচারে অগ্রণী ভূমিকা নিয়েছে। এছাড়া, ধর্মান্তরিত শিখদের ঘর ওয়াপসির পক্ষেও প্রচার করে তারা। একই সঙ্গে এই সংগঠন খলিস্তান রাষ্ট্র তথা মহারাজা রণজিত সিং প্রতিষ্ঠিত শিখ সাম্রাজ্যের সমর্থক। এটি খালিস্তান বলে পরিচিত। এই একই দাবিতে একাধিক সংগঠনের হামলায় বারবার রক্তাক্ত হয়েছে পাঞ্জাব।