আবার পরাজয়। এবারের সুপার কাপের শুরুটা ভালো হলেও দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়তে হয় এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। যারফলে সুপার কাপ জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছিল হুগো বুমোদের। আজ রাতে ইএমসি স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলে সেই ম্যাচ জিতে নিল এফসি গোয়া। দলের হয়ে একমাত্র গোল করেন তারকা ফুটবলার ফার্স।
চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেও আজ জয় পেয়েই মরশুম শেষ করার ভাবনা ছিল বাগান কোচ হুয়ান ফেরেন্দোর। সেইমতো লিস্টন কোলাসো ও দিমিত্রি পেত্রাতোস দের সামনে রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন বাগানের হেডস্যার। পরিকল্পনা মতো ম্যাচের প্রথমার্ধের শুরু থেকেই একাধিকবার আক্রমণ শানাতে থাকে সবুজ-মেরুন ফুটবলাররা।
বিশেষ করে ম্যাচের ১৬ মিনিটের মাথায় গোলের সুযোগ পান দলের উইঙ্গার আশিক কুরুনিয়ান। তবে গোল করতে ব্যর্থ থাকেন তিনি। অপরদিকে ফ্রি কিক পেলে ও তা কাজে লাগাতে সক্ষম হয়নি এফসি গোয়ার ফুটবলাররা। যারফলে প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল।
তবে দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণের ধার বাড়াতে থাকে গোয়া। অন্যদিকে সময় এগোনোর সাথে সাথে দাপট কমতে থাকে লিস্টনদের। তবে দিমিত্রির কাছে গোলের সহজ সুযোগ আসলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন এই অজি তারকা। তবে হুগো বুমোর মাঠে নামার ফলে সবুজ-মেরুন আক্রমণ জোড়দার হলেও গোয়ান ডিফেন্ডারদের সামনে কার্যত নাস্তানাবুদ হতে হয় তাদের। তারপর গোয়ার কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে বাগানের গোলে বল পাঠান ফার্স। তার এই একমাত্র গোলেই জয় পায় দল। অন্যদিকে আগামী মরশুমের জন্য পরিকল্পনা শুরু করেছে এটিকে মোহনবাগান।