প্রথমে পিছিয়ে পড়া ৪ মিনিটে ছাংতের গোলে ATK মোহনবাগানের (ATK Mohun Bagan)। ৪৭ মিনিটে জনি কাউকোর গোলে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গোলের সমতা মেরিনার্সের।৭৪ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে লেনি রড্রিগেজের বল দখলের লড়াই, স্টুয়ার্ট লেনিকে আচমকা পায়ে আঘাত করলে মেজাজ হারিয়ে লেনি পাল্টা স্টুয়ার্টকে পায়ে আঘাত করতেই রেফারি লাল কার্ড দেখায় সবুজ মেরুন ফুটবলার লেনি রড্রিগেজকে।
বিতর্কিত এই লাল কার্ডের ফলে ১০ জনের হয়ে পড়া ATKমোহনবাগান দমে না গিয়ে বাউন্স ব্যাক করে এবং ৮৮ মিনিটে কার্ল ম্যাকহিউ গোলের ২-২ গোলের সমতায় আসে মেরিনার্সরা।তার আগে মুম্বইর হয়ে ৭২ মিনিটে গ্রিফটিস গোল করে।
রেফারির লাল কার্ডের সিদ্ধান্তে হতাশ কোচ হুয়ান ফেরান্দো, কিন্তু দমে যাননি।সবুজ মেরুন খেলোয়াড়রা ১১ জনে যতটা আক্রমণাত্মক ছিল ১০ জনের হয়ে আক্রমণের ধার বাড়িয়ে তোলে আরও বেশি।জয়ের সুযোগ ছিল দিমিত্রি পেত্রাতোসের হেড সেন্টার বক্স থেকে বার পোস্টে লাগে,আশিক কুরুনিয়ানের পাস থেকে। ফুটবলের ভাগ্যদেবীর পরিহাসে আইল্যান্ডারদের বিরুদ্ধে ২-২ গোলে ড্র রেখে মাঠ ছাড়লো ATK মোহনবাগান।