আজ ফের বড় ব্যবধানে মহামেডান স্পোর্টিংকে হারাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ঘোষিত সূচি অনুযায়ী আজ বিকেল ৪টে নাগাদ বারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতার এই দুই প্রধান।
এবারে ও পাল্লা ভারী থাকল পালতোলা নৌকার। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল থাকে ৪-১ গোল। আজ সবুজ-মেরুন জার্সিতে জোড়া গোল করেন এঙ্গসন সিং সেইসাথে গোল পান রিকি সাবং ও এঙ্গসন সিং। অন্যদিকে, সাদা-কালো জার্সিতে গোল করে ব্যবধান কমান দলের ভরসাযোগ্য ফুটবলার শোয়েব খান।
বলাবাহুল্য, এবারের এই মরশুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে প্রায় প্রত্যেকবারই বড় ব্যবধানে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। তাই আজ ও মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছে বাগান ফুটবলাররা। খেলা শুরু হতেই নিজেদের দাপট শুরু করে সবুজ-মেরুন। যারফলে প্রথমার্ধে অনায়াসেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় গঙ্গা পাড়ের এই ক্লাব। তারপর দ্বিতীয়ার্ধে ফের নিজেদের আক্রমণ শুরু করে সবূজ-মেরুন ফুটবলাররা। যারফলে এঙ্গসন, টাইসন ও রিকি সাবংয়ের গোলে বড় ব্যবধানে জয় পায় এটিকে মোহনবাগান।
যারফলে, এবারের রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে এখনো পর্যন্ত অপরাজিত থাকল সুহেল-ফারদিনরা। টুর্নামেন্টের শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল গোটা দল। যারফলে স্বরূপ গ্রুপ লিগের প্রথম ম্যাচ থেকে এখনো পর্যন্ত জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হল বাগান ব্রিগেড।