এটিকে মোহন বাগানকে (ATK Mohun Bagan) কেন্দ্র করে আলোচনা এখন অনেকটাই কম মাত্রায় রয়েছে। পরপর দুটি টুর্নামেন্টে ব্যর্থতার পর বাগান জুড়ে যেন নিস্তব্ধতা। সামাজিক মাধ্যমেও উল্লেখযোগ্যভাবে কম আলোচনা।
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রত্যাশার পারদ অনেকটা বাড়িয়ে দিয়েছিল এটিকে মোহন বাগান। এরপর অবশ্য পূরণ হয়নি সমর্থকদের চাহিদা। ঐতিহ্যবাহী প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় বাগান।
অন্যান্যবারের মতো এবারেও খাতায় কলমে ভালো দল গড়েছে এটিকে মোহন বাগান। ভালো মানের ভারতীয় ফুটবলারদের পাশাপাশি রয়েছেন ভালো মানের বিদেশি ফুটবলার। এশিয়ান টুর্নামেন্টকে পাখির চোখ করে দল গড়া হয়েছে। সেখানেও ব্যর্থতা। তুলনামূলক দুর্বল দলের বিরুদ্ধে পরাজয়। এরপর কোচ হুয়ান ফেরান্ডো সহ দল গঠন নিয়ে কাঁটাছেঁড়া, জল্পনা।
হুয়ান কিংবা বিদেশি ফ্লোরেন্টিন পোগবাকে কেন্দ্র করে সেই জল্পনা এখন আগের মতো নেই। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে বাকি বড়জোর এক মাস। মাঝে কলকাতা ফুটবল লিগে দল খেলবে কি না সে ব্যাপারে এখনও নেই কোনো সদুত্তর। প্রতিবেশী মহামেডান স্পোর্টিং ক্লাব কিংবা ইস্টবেঙ্গল ময়দানি আড্ডায় থাকলেও, তুলনামূলকভাবে এটিকে মোহন বাগান প্রসঙ্গে ক্রীড়া প্রেমীদের মধ্যে আলোচনা কম। সামাজিক মাধ্যমে ক্লাবের পক্ষ থেকেও বিশেষ কোনো আপডেট দেওয়া হচ্ছে না সম্প্রতি।