ATK Mohun Bagan: বিদেশি ক্লাবে খেলতে পারে বাগানের ভারতীয় ফুটবলার

ATK Mohun Bagan

বিদেশি ক্লাবে খেলার সম্ভাবনা । এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) তারকা ফুটবলার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) ফের অন্য দেশের ক্লাবে খেলতে পারেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গিয়েছে অস্ট্রেলিয়ার এ লিগের কিছু ক্লাব সন্দেশের দিকে নজর রেখেছে। 

Advertisements

বহুল প্রচলিত এক ক্রীড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার এ লিগের একাধিক ক্লাব সন্দেশের প্রতি আগ্রহী। তবে বিদেশি ক্লাবে খেলার সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে ভাবনা চিন্তা করতে হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। কারণ ভারতের বাইরে খেলার চেষ্টা আগেও করেছিলেন তিনি।

চলতি মরশুমে সবুজ মেরুন জার্সি পরার আগে ক্রোয়েশিয়ান লিগের একটি দল HNK Sibenik – এ যোগ ছিলেন সন্দেশ ঝিঙ্গান। ২০২১ সালে দলবদলের এই সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও চোট সমস্যায় অধিকাংশ সময়ে মাঠের বাইরে কেটেছিল তাঁর। সব মিলিয়ে বিদেশ যাত্রা খুব একটা সুখকর হয়নি ভারতের এই তারকা সেন্ট্রাল ব্যাকের। ফের একই ঘটনা ঘটলে ২৮ বছর বয়সী ফুটবলারের কেরিয়ারের পক্ষে তা ইতিবাচক হবে না বলেই মনে করা হচ্ছে।

Advertisements

এখনও পর্যন্ত যা আপডেট তাতে সন্দেশকে দলে রাখার চেষ্টা করবে এটিকে মোহন বাগান। তবে তিনি নিজে ভারতীয় ক্লাবে খেলতে না চাইলে ক্লাবের ভালো প্রস্তাবেও কাজের কাজ নাও হতে পারে।