এখনও অবধি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ষষ্ঠ বিদেশি ফুটবলার কে হবেন, সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু এর’ই মাঝে একাধিক ফুটবলারের নাম জড়িয়েছে এটিকে মোহনবাগানের সাথে। তালিকায় নতুন সংযোজন হয়েছিল ইংল্যান্ডের অ্যান্ডি ক্যারলের নাম ।
শোনা যাচ্ছিল লিভারপুলের প্রাক্তন এই ফুটবলার’কে প্রস্তাব দিয়েছে সবুজ মেরুন, তিনি যোগ দেবেন ক্লাবে সেটাও একপ্রকার নিশ্চিত হয়েছিল,কিন্তু পরবর্তী সময় শোনা যায় যে একটা পুরনো চোটের জন্যে তার অপারেশনের প্রয়োজন আছে।খানিকটা সময় লাগবে তাই। কিন্তু এখন জানা যাচ্ছে ক্যারলের সাথে তার কোনও কথাই হয়নি। পুরো বিষয়টাই ভিত্তিহীন।তাই ময়দানে আরও পাঁচটা গুজবের এই খবরটা’ও গুজবে পরিনত হল।
প্রসঙ্গত, ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ৯ ম্যাচ খেলা এই ফুটবলার লিভারপুলের পাশাপাশি খেলেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, নিউ ক্যাসেল ইউনাইটেড,প্রেস্টন নর্থ এন্ড,রিডিং এর মতো ক্লাবে।বর্তমানে তিনি খেলেন ইংল্যান্ডের সেকেন্ড টায়ারের ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে।একটা সময় প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব করতো এই ক্লাব।