নিশ্চিত হল সেমি ফাইনাল। শেষ চারের পর্বে পোক্ত হল এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) খেলার জায়গা। বৃহস্পতিবার, শুক্লপক্ষের প্রথম রাতে উজ্জ্বল সেই রয় কৃষ্ণা।
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ শুক্ল প্রতিপদ তিথি। অর্থাৎ শুক্লপক্ষের প্রথম রাত। এমন তিথিতে পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করল গঙ্গা পারের ক্লাব। ম্যাচের একটি মাত্র গোল রয় কৃষ্ণার।
চেন্নাইয়ানের বিরুদ্ধে এই ম্যাচ ছিল কার্যত ফাইনাল মেরিনার্সদের কাছে। জিততে পারলেই নিশ্চিত সেমিফাইনালের জায়গা। শেষ পর্যন্ত হল তাই। ডু অর ডাই ম্যাচে নাছোড়বান্দা সবুজ মেরুন একাদশ।
এদিনের ম্যাচে আধিপত্য নিয়ে খেলার চেষ্টা করেছিল বাগান। পাল্টা দিয়েছে চেন্নাইয়ান। সবুজ মেরুন ডিফেন্সে একের পর এক আক্রমণ তুলে এনেছে তারা। তবে কাজের কাজটি করে গেলেন কৃষ্ণা। বিরতির ঠিক আগে (৪৫+৩ মিনিট) এগিয়ে দিলেন দলকে। মার্সেলিনহোকে সরিয়ে আরও ওপরে উঠে এলেন আই লিগের সর্বকালের সবথেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায়। চতুর্থ স্থানে রয়েছেন তিনি।